পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah metro station: মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই মেট্রো স্টেশনের উদ্বোধন, অসৌজন্যের অভিযোগ তৃণমূলের - ফিরহাদ হাকিম

মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) উত্তরবঙ্গ সফর (North Bengal Visit) শুরুর দিনেই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East West Metro Service) অধীনস্ত শিয়ালদা স্টেশনের (Sealdah Metro Station) উদ্বোধন করা হবে ৷ ঘটনা নিয়ে তৃণমূল ও বিজেপি-র মধ্যেই রাজনৈতিক টানাপোড়েন শুরু ৷

tmc criticizing bjp for inauguration Sealdah metro station without Mamata Banerjee
Sealdah metro station: মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই মেট্রো স্টেশনের উদ্বোধন, অসৌজন্যের অভিযোগ তৃণমূলের

By

Published : Jul 9, 2022, 8:46 PM IST

কলকাতা, 9 জুলাই: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গ সফরে (North Bengal Visit) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee) ৷ আর তিনি যখন কলকাতায় অনুপস্থিত থাকবেন, ঠিক সেই সময়েই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের (East West Metro Service) অধীনস্ত শিয়ালদা স্টেশনের (Sealdah Metro Station) উদ্বোধন করা হবে ৷ সূত্রের দাবি, শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি (Smriti Irani) ৷ শাসকদল তৃণমূল কংগ্রেস তথা রাজ্য সরকারের অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের এই আচরণ আদতে রাজনৈতিক এবং প্রশাসনিক সৌজন্যবোধের অভাবেরই প্রমাণ ৷ মানতে নারাজ গেরুয়া শিবির ৷

দোষারোপ, পালটা দোষারোপ ৷

আগামী সোমবার উত্তরবঙ্গ সফরে যাবেন মমতা ৷ একই দিনে শিয়ালদা মেট্রো স্টেশনের উদ্বোধন করা হবে ৷ সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় ক্ষুব্ধ রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) ৷ তাঁর বক্তব্য, সৌজন্যবোধ নেই বলেই মেট্রো স্টেশনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি ৷ কিন্তু, এই প্রকল্প আদতে মমতা বন্দ্যোপাধ্য়ায়েরই মস্তিষ্কপ্রসূত ৷ বাংলার মানুষ প্রকৃত সত্য জানেন ৷ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফিরহাদ জানান, মেট্রো পরিষেবা যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে, তার জন্য রাজ্য সরকার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ৷ জমির দাম মকুব করা থেকে শুরু করে মেট্রোর সহযোগী পরিবহণ পরিষেবা শুরু করা, প্রত্যেকটি ক্ষেত্রেই উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ৷ কিন্তু, কেন্দ্রের তরফে পালটা সহযোগিতার বার্তা মেলেনি বলেই মনে করেন রাজ্যের পরিবহণমন্ত্রী ৷

আরও পড়ুন:East West Metro Service : দ্রুত চালু হতে পারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন

অন্যদিকে, রাজ্যের অভিযোগ মানতে নারাজ গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা শমীক ভট্টাচার্যকে (Samik Bhattacharya) এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তৃণমূলই আদতে হিংসা ও অসৌজন্য়ের রাজনীতি করে ৷ এমনকী, মেট্রো প্রকল্পের সম্প্রসারণের পথে তৈরি হওয়া বিভিন্ন জটিলতার জন্যও রাজ্য সরকারকেই দায়ী করেছেন শমীক ৷ তাঁর অভিযোগ, রাজ্য সরকারের পদক্ষেপের জন্যই প্রকল্পের খরচ 5 হাজার কোটি টাকা বেড়ে গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details