কলকাতা, 3 এপ্রিল : কলকাতা পৌরনিগমের 12 বছর পুরনো বিধবাভাতা দুর্নীতিকাণ্ডে সিটের জমা দেওয়া চার্জশিট তৃণমূল কাউন্সিলর সুমন সিংয়ের নাম ৷ রাজ্য সরকারের প্রকল্পগুলি মূলত সংশ্লিষ্ট পৌরনিগম, পৌরসভা এবং পঞ্চায়েতের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় ৷ সেক্ষেত্রে কলকাতা পৌরনিগমের মাধ্যমে বিধবাভাতার যে টাকা দেওয়া হয় ৷ সেই টাকা নয়ছয়ের অভিযোগ উঠেছিল 6নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিংয়ের বিরুদ্ধে ৷
মূলত, 1996 সাল থেকে কলকাতা পৌরনিগমের 6নং ওয়ার্ডের কাউন্সিলর সুমন সিং এবং তাঁর সহকারী ওই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ ৷ বিষয়টি 2010 সালে সুনীল রাই নামে এক সমাজকর্মীর নজরে আসে ৷ তিনি তথ্যের অধিকার আইনে বিষয়টি জানতে চাইলে, দুর্নীতির অভিযোগ সামনে আসে ৷ দেখা যায় যে তালিকা অনুযায়ী বিধবাভাতার টাকা তোলা হয়, সেই তালিকায় প্রায় 89 জন মৃত ৷ পাশাপাশি, একাধিক নাম ভুয়ো ৷ তার পরেই সুনীল রাই আদালতের দ্বারস্থ হন ৷