কলকাতা, 2 ফেব্রুয়ারি: সামনের বিধানসভা নিৰ্বাচনে উত্তরপ্রদেশে কোনও প্রার্থী দেয়নি তৃণমূল কংগ্রেস। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিকেই সমর্থন করছে তারা। কিন্তু 2024 সালের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে (TMC contest Lok sabha poll from Uttar Pradesh) নিজেদের প্রার্থী অবশ্যই দেবে তৃণমূল কংগ্রেস। এমনই জানালেন, তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার কলকাতায় ছিল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন। প্রথমেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী নির্বাচিত হন মমতা। তারপরেই দলের নেতা-কর্মীদের প্রতি বার্তা দেন তিনি।
দলের সর্বভারতীয় চেয়ারপার্সন নির্বাচিত হওয়ার পর মমতা বলেন, "অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সমর্থনে তৃণমূল কংগ্রেস উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছি না। । কিন্তু সামনের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশ থেকে আমরা প্রার্থী দেব এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। আগামী 8 তারিখ আমি লখনউ সভা করতে যাব।"