পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC on Shinzo Abe Death: শিনজোর খুনে অগ্নিবীরের ছায়া দেখছে তৃণমূল, বিতর্ক রাজ্য রাজনীতিতে - জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

শুক্রবার এক আততায়ীর গুলিতে খুন হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (Japan Former Prime Minister Shinzo Abe Death) ৷ তাঁর মৃত্যুতে অগ্নিবীরের ছায়া দেখছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷ তৃণমূলকে পালটা কটাক্ষ করেছে বিজেপি (BJP) ৷

TMC connects Agnipath issue with Shinzo Abe death
TMC on Shinzo Abe Death: শিনজোর খুনে অগ্নিবীরের ছায়া দেখছে তৃণমূল, বিতর্ক রাজ্য রাজনীতিতে

By

Published : Jul 9, 2022, 8:37 PM IST

কলকাতা, 9 জুলাই : জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের খুনের (Japan Former Prime Minister Shinzo Abe Death) ঘটনায় অগ্নিপথের (Agnipath Scheme) ছায়া দেখা গিয়েছে ৷ এমনটাই মনে করে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দলের মুখপত্রে এই অভিযোগ তোলা হয়েছে ৷ পরে একই কথা শোনা গেল তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) মুখেও ৷

তিনি বলেন, "শিনজো আবের খুনিও চুক্তিভিত্তিক নিরাপত্তা কর্মী ছিলেন ৷ পেনশন ও অন্য সুবিধা না পেয়ে ডিপ্রেশনে ভুগছিলেন ৷ অবসরপ্রাপ্ত অগ্নিবীররাও ভুগতে পারেন ডিপ্রেশনে ৷ সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত যুবকদের বিপথে চালনা করতে পারে অশুভ শক্তি ৷"

জাপানে নির্বাচনী প্রচার চালানোর সময় জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবেকে লক্ষ করে গুলি ছোঁড়ে এক আততায়ী । তিনি লুটিয়ে পড়েন রাস্তায় । এরপর তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু তাঁকে বাঁচানো সম্ভব হয়নি ৷ জানা গিয়েছে যে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামি জাপানে মেরিটাইম সেল্ফ ডিফেন্স ফোর্সের প্রাক্তন সদস্য । চাকরির তিন বছর পর তাঁর চাকরি চলে যায় । তারপর দীর্ঘ সময় ধরে কর্মহীন ছিলেন তিনি । সেই রাগে ও ক্ষোভেই শিনজোর হত্যা করেন তিনি ।

এই বিষয় বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (BJP Leader Samik Bhattacharya) বলেন, "ওঁর (কুণাল) কাউন্সিলিংয়ের প্রয়োজন । এগুলো অসুস্থ মস্তিষ্কের লক্ষণ নয় । তৃণমূল কংগ্রেস আদপেই কোনও রাজনৈতিক দল কি না, তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আছে ৷ কারণ, জাপানের সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক অত্যন্ত নিবিড় ৷ খুব ভালো ৷ তাই এরকম একটা ঘটনায় যখন জাতীয় শোক ঘোষণা করেছে ভারত সরকার, তখন এরকম অবাস্তব কথা বললে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের নেতাদেরই কাউন্সিলিংয়ের প্রয়োজন ।"

আরও পড়ুন :Shinzo Abe Passes Away: শেষরক্ষা হল না, মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

ABOUT THE AUTHOR

...view details