পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব মমতার, সল্টলেকের ব্য়ানারে বিতর্ক - BJP

কংগ্রেসের দাবি 2009 সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর জন্য জমি বরাদ্দ করেছিল বামফ্রন্ট সরকার ৷ অর্থ বরাদ্দ করেছিল তৎকালীন UPA সরকার । তৃণমূলের দাবি মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরু হয় ৷

East-West Metro project
ইস্ট-ওয়েস্ট মেট্রো

By

Published : Feb 21, 2020, 10:56 PM IST

Updated : Feb 21, 2020, 11:54 PM IST

নিউটাউন, 21 ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প শুরু হয় ৷ অথচ চলতি বছের ওই প্রকল্পের একাংশ উদ্বোধন করে কৃতিত্ব নিজেদের পকেটে ঢোকাতে মরিয়া চেষ্টা চালিয়েছে BJP ৷ এমন অভিযোগ তুলেছ তৃণমূল । পালটা কৃতিত্ব নিজেদের কাঁধে তুলে নেওয়ারও মরিয়া চেষ্টা চালাচ্ছে তৃণমূল এবং জাতীয় কংগ্রেস ।

বিধাননগরের ময়ূখ ভবন, বিকাশ ভবন সহ বিভিন্ন অঞ্চলে তৃণমূল ও কংগ্রেসের তরফে পড়েছে ব্যানার । সেই সব ব্যানারের মধ্যে সবথেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে বিকাশ ভবন মেট্রো স্টেশনের সামনের ব্যানারগুলি । সেই ব্যানারে এই প্রকল্পের চালুর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছে বিধাননগর নাগরিকবৃন্দ ও বিধাননগর ক্লাব সমন্বয় কমিটি ৷ কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন এই পোস্টারগুলির পেছনে রয়েছে তৃণমূল । পাশাপাশি বিধাননগর শহর কংগ্রেস কমিটি একাধিক জায়গায় এবং সোশাল মিডিয়ায় এই প্রকল্পের জন্য কৃতিত্ব দাবি জানিয়েছে ।

কী বললেন অমিতা মণ্ডল ?

কংগ্রেসের দাবি, 2009 সালে ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজ শুরুর জন্য জমি বরাদ্দ করেছিল বামফ্রন্ট সরকার ৷ অর্থ বরাদ্দ করেছিল তৎকালীন UPA সরকার । সবমিলে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্প চালু হওয়ার প্রকল্পে কৃতিত্ব নিজেদের পকেটে ঢোকাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে জাতীয় কংগ্রেস । তবে এটা পরিষ্কার যে কোন রাজনৈতিক দল ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কৃতিত্ব হাত ছাড়া করতে চায় না ৷ বিধাননগরের পৌরনিগমের চেয়ারপার্সন অমিতা মণ্ডল বলেন, "কে বা কারা পোস্টার দিয়েছে জানি না । তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই প্রকল্পের জন্য চেষ্টা চালিয়েছেন তার জন্য অবশ্যই ওঁর ধন্যবাদ প্রাপ্য । এই প্রকল্পের উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অবহেলা করা হয়েছে তা খুব খারাপ। যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবহেলা করেছে, এই ব্যানারের মাধ্যমে বিধাননগরবাসী তাদের যোগ্য জবাব দিয়েছে ৷"

Last Updated : Feb 21, 2020, 11:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details