পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

বঙ্গভঙ্গ প্রস্তাবে একঘরে বিজেপি, এক সুরে প্রতিবাদ তৃণমূল-বাম-কংগ্রেসের

যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বঙ্গ বিভাজনে তাঁদের সমর্থন নেই । অথচ তাদের দলের নেতা-সাংসদরাই পৃথক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলে দলকে অস্বস্তিতে ফেলছেন । এই পরিস্থিতিতে এক সুরে কেন্দ্রের শাসকদলকে তুলোধোনা করছে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ।

tmc-congress-cpim-protest-on-bjps-proposal-of-divide-bengal
tmc-congress-cpim-protest-on-bjps-proposal-of-divide-bengal

By

Published : Jun 21, 2021, 10:14 PM IST

Updated : Jun 21, 2021, 11:38 PM IST

কলকাতা, 21 জুন : উত্তরবঙ্গ আলাদা রাজ্য হোক, প্রস্তাব দিয়েছেন বিজেপি সাংসদ জন বারলা (John Barla) ৷ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তও (Raju bista) চাইছেন পৃথক গোর্খাল্যান্ড । এর পর আরেক বিজেপি নেতা সৌমিত্র খাঁ-র (Saumitra khan) দাবি, পৃথক রাজ্য হোক জঙ্গলমহল । একের পর এক বিজেপি নেতার বঙ্গভঙ্গের প্রস্তাবে তৈরি হয়েছে তীব্র বিতর্ক ৷ যদিও বিজেপির শীর্ষ নেতৃত্বের বক্তব্য, বঙ্গ বিভাজনে তাঁদের সমর্থন নেই । অথচ সেই তাঁদের নেতা-সাংসদরাই পৃথক রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তুলে দলকে অস্বস্তিতে ফেলছেন । এই পরিস্থিতিতে এক সুরে কেন্দ্রের শাসকদলকে তুলোধোনা করছে সিপিএম, কংগ্রেস ও তৃণমূল ।

সোমবার রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "দায়িত্বজ্ঞানহীন কথা বলছেন । মূলত প্রচারের উদ্দেশ্যেই এসব বলছেন বিজেপি নেতারা । ঝাড়গ্রামে গো হারান হেরেছে বিজেপি ৷ যে জেলাগুলির কথা উনি (সৌমিত্র খাঁ) বলছেন, ভোটের ফলে দেখো গেছে সেখানে মানুষ কী চান ।"

কুণাল ঘোষের মতে, এটা বিজেপির গেম প্ল্যান । পরাজয় মানতে পারছে না তাই বাংলা ভাগের চক্রান্ত করছে । এদিন তিনি আরও বলেন, "বিজেপি বিরোধীদের কটাক্ষ করে বলত, টুকরা টুকরা গ্যাং ৷ এখন তারাই বাংলাকে টুকরো টুকরো করে ভোগ করতে চাইছে । যত বেশি এ ধরনের কথা বলবে, তত বেশি করে বাংলার মানুষের থেকে দূরে সরে যাবে । বিজেপি আসলে হার মেনে নিতে পারছে না ।"

এদিন সৌমিত্র খাঁ-কে ব্যক্তিগত আক্রমণ করতেও ছাড়েননি তৃণমূল নেতা ৷ কুণাল ঘোষ বলেন, "বউ হোক বা রাজ্য, সৌমিত্র খাঁ ডিভোর্স পছন্দ করেন । তাঁর স্ত্রী তৃণমূলে যোগ দেওয়ায় বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন । এখন রাজ্য বিভাজনের কথা বলছেন ।"

বিজেপি সাংসদদের বঙ্গভঙ্গের প্রস্তাবে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বামেরাও ৷ প্রাক্তন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, "বিজেপির এই ধরনের বক্তব্যকে বাংলার মানুষ সমর্থন করবেন না । বিভাজনের রাজনীতিকে বাংলা সমর্থন করে না । বাংলা ভাগের চেষ্টা হলে দলমত নির্বিশেষে তা রোখা হবে ।"

সুজন আরও বলেন, "বাংলার শত্রুরা বাংলার বুকে দাপিয়ে বেড়াচ্ছে । বঙ্গ সংস্কৃতি, ভাষা, বাঙালির জাতিসত্তা... সবকিছুকে ধ্বংস করে বাংলাকে টুকরো টুকরো করে দিতে চাইছে বিজেপি । "

বাম নেতা ইতিহাস টেনে বলেন, "এটা বাংলার জন্য দুর্দিন ৷ কারণ 1947 সালের 20 জুন, যেদিন পশ্চিমবঙ্গ বিধানসভায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তে সরকারি শিলমোহর পড়েছিল, সেই দিনটিকে এরাজ্যের একটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করছে । যে দিনটা বাংলার মানুষের জন্য দুঃখের দিন, সেই দিনটাকেই বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসাবে পালন করছে ৷ বিজেপির কোনও নেতা বলছেন, উত্তরবঙ্গ আলাদা রাজ্য ৷ কোনও নেতা বলছেন, জঙ্গলমহল আলাদা রাজ্য ৷ সবটাই বিজেপির সুপরিকল্পিত চক্রান্তের ফসল ।"

রাজ্যের শাসকদলকেও কাঠগড়ায় তোলেন সুজন । তাঁর মতে, "এই রাজ্য ভাগের রাজনীতিতে তৃণমূলও সমানভাবে দোষী ৷ কারণ বিধানসভায় গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পাশ করেছিল রাজ্য সরকার ।"

আরও পড়ুন: উত্তরবঙ্গকে আলাদা রাজ্য়ের স্বীকৃতির দাবিতে ফের সরব জন বারলা

কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যও (Pradip Bhattacharya) বিজেপি নেতাদের বক্তব্যের কড়া সমালোচনা করেন । তিনি বলেন, "বাংলা ভাগের রাজনীতি কোনওভাবেই সমর্থনযোগ্য নয় । আসলে নির্বাচনে জিততে না পেরে হতোদ্যম হয়ে পড়ছেন বিজেপি নেতারা । নিজেদের অস্তিত্ব বিপন্ন । এই অবস্থায় সেই অস্তিত্ব ধরে রাখতেই এ ধরনের আলটপকা মন্তব্য করছেন । আমরা কঠোরভাবে এর নিন্দা করছি । বাংলা ভাগের চেষ্টা হলে তা আমরা রুখবই ।"

আরও পড়ুন: Saumitra Khan : জনের পর এবার সৌমিত্র, ফেসবুক লাইভে জঙ্গলমহলের জন্য পৃথক রাজ্যের দাবি

এদিকে জন বারলার পর সৌমিত্র খাঁ-র বক্তব্য নিয়েও বিরক্ত রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu) ৷ তিনি বলেন, "রাঢ়বঙ্গকে পৃথক রাজ্য করার যে দাবি জানানো হয়েছে, তা দলের বক্তব্য নয় ৷ এটা সৌমিত্র খাঁ-র ব্যক্তিগত বক্তব্য । তবে, রাঢ়বঙ্গকে নিয়ে যে অবহেলার অভিযোগ করেছেন সৌমিত্র, তাকে আমি সমর্থন করি । জঙ্গলমহলের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার মানুষকে সব সময় অবহেলা করেছে রাজ্য সরকার । এই জেলাগুলির জন্য পৃথক উন্নয়ন বোর্ড গঠন করা উচিত রাজ্যের ৷ জঙ্গমহলের জন্য অবিলম্বে পৃথক প্যাকেজও ঘোষণা করা উচিত ৷"

Last Updated : Jun 21, 2021, 11:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details