কলকাতা, 23 জানুয়ারি :ভিক্টোরিয়া মেমোরিয়ালয়ে শনিবার "পরাক্রম দিবস" অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠতেই জয় শ্রীরাম স্লোগান দিয়ে ওঠেন উপস্থিত দর্শকদের মধ্যে অনেকে৷ আর তাতেই তেলেবেগুনে জ্বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ বক্তব্য না রেখে শুধু ধন্যবাদ দিয়ে নেমে যান পোডিয়াম থেকে।
এই ঘটনা নিয়ে মুহূর্তের মধ্যে শুরু হয়ে যায় চূড়ান্ত রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ সৌগত রায় সমর্থন জানান মুখ্যমন্ত্রীকে। তিনি ইটিভি ভারতকে বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করেছেন। নেতাজির অনুষ্ঠান কি জয় শ্রীরাম স্লোগান দেওয়া জায়গা? এটাতো ধর্মীয় স্লোগান। একটা রাজনৈতিক দল ব্যবহার করে। নেতাজির অনুষ্ঠানে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মতো জায়গায় এই স্লোগান ওঠে৷ তাহলে তো মমতা প্রতিবাদ করবেই৷"