পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC on Mahua Moitra: মা কালীকে নিয়ে মহুয়ার মন্তব্য সমর্থন করে না দল, জানাল তৃণমূল

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মা কালীকে নিয়ে বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে শুরু হয় বিতর্ক (controversial comment of Mahua Moitra)। মহুয়ার এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি ।

TMC MP Mahua Moitra
বিতর্কিত মন্তব্য মহুয়া মৈত্রের

By

Published : Jul 5, 2022, 10:03 PM IST

কলকাতা, 5 জুলাই: মা কালীকে নিয়ে দলীয় সাংসদ মহুয়া মৈত্রের বক্তব্যের সঙ্গে একমত নয় তৃণমূল কংগ্রেস । মঙ্গলবার এক বিবৃতি জারি করে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল রাজ্যের শাসক দল । বিবৃতিতে বলা হয়েছে, "এক্ষেত্রে তৃণমূল সংসদ যা বলেছেন, তা তাঁর ব্যক্তিগত মত । তৃণমূল কংগ্রেস এই ধরণের বক্তব্যকে সমর্থন করে না । যে কোনও ধর্ম সম্পর্কে এমন কোনও বক্তব্য যা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে তা তৃণমূল সমর্থন করে না । বরং তৃণমূল কংগ্রেস সব ধর্মকে সমানভাবে সম্মান দেওয়ার পক্ষে । এই ধরনের যেকোনও বক্তব্যের কড়া নিন্দা করছে তৃণমূল ।"

উল্লেখ্য, সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের এক অনুষ্ঠানে সম্প্রতি যোগ দিয়েছিলেন মহুয়া মৈত্র । সেখানেই তাঁকে 'কালী' তথ্যচিত্রর পোস্টার নিয়ে শুরু হওয়া বিতর্কে মন্তব্য করতে বলা হয় (comments of TMC MP Mahua Moitra on goddess Kali) । জবাবে মহুয়া বলেন, "আমার কাছে মা কালী এমন একজন দেবী যিনি মাংস ও মদ খান । আপনার স্বাধীনতা রয়েছে নিজের মতো করে আপনার ঈশ্বরকে কল্পনা করার । কয়েকটি স্থানে তো দেবতাদের উদ্দেশে হুইস্কি উত্‍সর্গ করা হয় ।"

তৃণমূল সংসদের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই এই নিয়ে শুরু হয় বিতর্ক । রাজ্যের শাসকদল অবশ্যই এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেরি করেনি । প্রসঙ্গত দু'দিন আগেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, তিনি সব ধর্মকে নিয়ে চলার পক্ষে । তাঁর কাছে সব ধর্মই সমান । তিনি এও বলেন, আগুন নিয়ে যাঁরা খেলছেন কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না । দলনেত্রীর এই বক্তব্যে সমর্থন জানিয়ে এদিন সাংবাদিক সম্মেলন করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এবং মন্ত্রী শশী পাঁজা ।

আরও পড়ুন : উদয়পুর ও জম্মুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি তৃণমূলের

তবে মহুয়ার এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন এক সাংবাদিক বৈঠক করে বলেন, "দেবী কালী নিয়ে এমন মন্তব্যের পর রাজ্য তথা দেশের নানা প্রান্তে এফআইআর হচ্ছে বলে শুনেছি । নূপুর শর্মাকে গ্রেফতার করার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে । আমরা দেখতে চাই, তাঁর দলের সাংসদের নিন্দনীয় মন্তব্যের পর তিনি কী ব্যবস্থা নেন ।"

যদিও এই বিতর্কের প্রেক্ষিতে মঙ্গলবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন মহুয়া ৷ তিনি জানিয়েছেন, মিথ্যা কথা বলা হচ্ছে ৷ তিনি এই ধরনের কোনও ছবি বা পোস্টারকে সমর্থন করেননি ৷ সমালোচকদের তিনি তারাপীঠে যাওয়ার পরামর্শ দিয়েছেন ভোগে মা কালীকে কী নিবেদন করা হয় তা দেখার জন্য ৷"

ABOUT THE AUTHOR

...view details