কলকাতা, 12 সেপ্টেম্বর: কেন্দ্রীয় সংস্থার 'অতি সক্রিয়তা' (Central agency hyperactive approach) নিয়ে বিধানসভায় প্রস্তাব আনছে রাজ্যের শাসকদল (TMC Brings Motion)। আগামী 19 তারিখ এই বিষয়ে নিন্দা প্রস্তাব আনা হবে । সিবিআই ও ইডির বিরুদ্ধে অতি সক্রিয় হওয়ার অভিযোগ তুলে বিভিন্ন সময়ে রাজনৈতিক স্তরে সরব হয়েছেন তৃণমূল নেতারা । এ বার বিধানসভার (West Bengal Assembly) অন্দরে প্রস্তাব এনে, সেটাকেই নথিভুক্ত প্রতিবাদ হিসাবে তুলে ধরতে চাইছে রাজ্যের শাসকদল । দেশের মধ্যে প্রথম এই রাজ্যের বিধানসভায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রস্তাব আনা হচ্ছে ৷
এ দিন রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "আমাদের বিধানসভা অধিবেশন শুরু হচ্ছে 14 তারিখ থেকে । 15 তারিখ একটাই বিল আছে । এ ছাড়া যা যা নিয়ম মেনে হয় সবই থাকবে । 19 তারিখ একটা রেজোলিউশন আসছে আমাদের সরকারের পক্ষ থেকে 169 ধারা মেনে । কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা নিয়ে । এই প্রস্তাবটা আসছে, আলোচনা হবে । এই বিষয়ে নোটিশও দিয়েছেন সরকারি দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ । 19 তারিখ এই বিষয়টি নিয়ে শাসক বিরোধী মিলে একসঙ্গে আলোচনা হবে ।"
তাঁর কথায়, "কেন্দ্রীয় সরকারের হাতে থাকা তদন্তকারী সংস্থাগুলি যেমন, সিবিআই, ইডি, আয়কর বিভাগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কেন্দ্রীয় সরকার । সম্প্রতি নির্বাচন কমিশনকেও এই ভাবে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল তথা বিরোধী সরকারের বিরুদ্ধে ব্যবহার করার কাজ শুরু করেছে তারা । এর বিরুদ্ধে আগেও প্রতিবাদ করেছি আমরা । এ বার বিধানসভার অন্দরে এই নিয়ে আলোচনা হবে ।"