পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Jumla Meter মোদির মিথ্যাচারের হাটে হাঁড়ি ভাঙবে নয়া জুমলা মিটার, দাবি তৃণমূলের

মিথ্যে প্রতিশ্রুতি দেয় নরেন্দ্র মোদি সরকার (False promises of Modi govt)৷ এমনই অভিযোগ তৃণমূলের (TMC)৷ সেই মিথ্যাচারের হাটে হাঁড়ি ভাঙতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এনেছে জুমলা মিটার (Jumla meter)৷

TMC brings Jumla meter to measure false promises of Modi govt
মোদির মিথ্যাচারের হাটে হাঁড়ি ভাঙবে নয়া জুমলা মিটার, দাবি তৃণমূলের

By

Published : Aug 19, 2022, 12:04 PM IST

কলকাতা, 19 অগস্ট:প্রধানমন্ত্রী বলেন অনেক কিছু, কিন্তু কার্যক্ষেত্রে সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়িত হয় ! আকছার এমন প্রশ্নই তুলতে দেখা যায় বিরোধী রাজনৈতিক দলগুলিকে (False promises of Modi govt)। এ বার সেই অভিযোগকে হাতিয়ার করেই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর দেওয়া প্রতিশ্রুতি কতটা পালন করতে পারলেন তিনি ? সেটা তুলে ধরতে একটা নির্দিষ্ট সিস্টেম চালু করছে এই রাজ্যের শাসক দল । আর এর মাধ্যমেই সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধিতাকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চাইছে তৃণমূল কংগ্রেস ।

সাম্প্রতিক সময়ে দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় বিজেপির সঙ্গে সমান ভাবে টক্কর দিচ্ছে তৃণমূল । তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া টিম একাধিক ইস্যুকে ট্রেন্ডিং করে তুলছে । এ বার সেই সোশ্যাল মিডিয়া টিমের একটা নতুন প্রয়াস হল তৃণমূল কংগ্রেসের তৈরি জুমলা মিটার । মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দাবি, এই জুমলা মিটার (Jumla meter) আদতে কেন্দ্রের শাসক দলের মিথ্যাচারকে প্রকাশ্যে এনে দেবে । সাদাকে সাদা আর কালোকে কালো হিসেবে তুলে ধরবে ।

এ প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা দলনেতা ডেরেক ও'ব্রায়েন জানিয়েছেন, "প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দেন । আবার তা ভুলেও যান । আমরা মানুষের কাছে তুলে ধরব তাঁর জুমলা । কেন্দ্রীয় সরকার সংসদের চৌহদ্দিতে জুমলা শব্দটি ব্যবহারের ক্ষেত্রে রোক লাগিয়েছে । আমরা দেখাব মোদির মিথ্যাচার কীভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করছে । আর সে কারণেই এই জুমলা মিটার । প্রধানমন্ত্রী মিথ্যা বললেই বেজে উঠবে এই জুমলা মিটার । দেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে সত্যি কী, আর কোনটা মিথ্যাচার ।"

আরও পড়ুন:নতুন তৃণমূল হোর্ডিং কি আদতে কালীঘাটের উপর ক্যামাক স্ট্রিটের চাপ তৈরির খেলা

সাম্প্রতিক সময়ে মোদির মিথ্যাচারের প্রমাণও তুলে ধরেছেন এই প্রবীণ সাংসদ । তিনি জানান, ক্ষমতায় আসার সময় দেশবাসীকে ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী । এটা যে কত বড় মিথ্যাচার তা আজকে দেশের মানুষ হারে হারে বুঝতে পারছেন । প্রধানমন্ত্রী বলেছিলেন, কৃষকদের উপার্জন দ্বিগুণ করার কথা । 2022 সালের মধ্যে প্রত্যেক গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী । এই ধরনের এক ডজন বিষয় নিয়ে প্রথমে শুরু হচ্ছে এই জুমলা মিটার । তৃণমূলের দাবি, প্রধানমন্ত্রীর মিথ্যাচারকে ধরে দেবে এই জুমলা মিটার । বাংলার মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন, সে প্রতিশ্রুতি তিনি রক্ষা করেন । অন্যদিকে দেশের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি শুধুই কথার কথা । তাই প্রতিশ্রুতি পূরণের ধার তিনি ধরেন না । সেটাই এ বার তুলে ধরবে তৃণমূল ৷

ABOUT THE AUTHOR

...view details