পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Station: বিজেপি প্রতিহিংসার রাজনীতি করে না, শিয়ালদা মেট্রোর উদ্বোধন নিয়ে মন্তব্য শমীকের

আগামী সোমবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন হবে ৷ থাকতে পারেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) । সেদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থাকবেন উত্তরবঙ্গ ৷ এই নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা (TMC BJP War of Words on Sealdah Metro Station Inauguration) ৷

By

Published : Jul 9, 2022, 8:59 PM IST

TMC BJP War of Words on Sealdah Metro Station Inauguration
মমতার ঘোষিত প্রকল্পের উদ্বোধনে তিনিই ব্রাত্য, শিয়ালদা মেট্রো স্টেশন তৃণমূল-বিজেপি তরজা

কলকাতা, 9 জুলাই : প্রতীক্ষার অবসান হতে চলেছে আগামী সোমবার ৷ ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন (Sealdah Metro Station) থেকে শুরু হচ্ছে যাত্রী পরিষেবা ৷ ওইদিনই উদ্বোধন হবে ওই স্টেশনের ৷ কিন্তু এই উদ্বোধন ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ৷ কারণ, এই প্রকল্পের ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ তিনি রেলমন্ত্রী থাকাকালীন ঘোষণা এই প্রকল্পের ৷ অথচ উদ্বোধনের দিনে মুখ্যমন্ত্রী থাকবেন উত্তরবঙ্গে ৷

তাঁকে বাদ দিয়ে কেন কেন্দ্রের তরফে শিয়ালদা স্টেশনের উদ্বোধন করা হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ এই নিয়ে কেন্দ্রের সমালোচনা করেছেন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা তৃণমূলের নেতা ফিরহাদ হাকিম (TMC Minister Firhad Hakim) ৷ তাঁর কথায়, মেট্রো সম্প্রসারণ থেকে পরিকল্পনা সমস্তটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত । এই ছাড়পত্র যখন দেওয়া হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন । কোনও সৌজন্যতাবোধ নেই । কবে মুখ্যমন্ত্রী থাকবেন না, এই বাহানা করে করে এসে দুম করে তারা উদ্বোধন করে দেবে ।’’

এখানে উল্লেখ করা প্রয়োজন আগামী সোমবার ওই উদ্বোধনে থাকতে পারেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানি (Union Minister Smriti Irani) । তবে অতিথি হিসেবে কারা থাকবেন, রাজ্যের কাউকে আমন্ত্রণ জানানো হবে কি না, তা জানা যায়নি এখনও ৷

এদিকে ফিরহাদ হাকিমের এই বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য (BJP Leader Samik Bhattacharya) । তিনি বলেন, "এটা রেলের অনুষ্ঠান । এটা সম্পূর্ণভাবেই কেন্দ্রীয় সরকারের প্রকল্প । এই প্রতিহিংসা আর অস্পৃশ্যতার রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে ৷ বিজেপি নয় । আর তৃণমূল দয়া করে যেন যুক্তরাষ্ট্রীয় কাঠামো আর সৌজন্যের কথা বলতে না আসে । কারণ, সৌজন্য ভাঙার রাজনীতি করে তৃণমূল । ওগুলো কোনও আলোচনার বিষয় নয় কে মুখ্যমন্ত্রী ছিলেন, কে রেলমন্ত্রী ছিলেন, এটা কোনও আলোচনার বিচার্য বিষয় হতে পারে না । তৃণমূল কংগ্রেস জ্যোতি বসু নগরের নাম পরিবর্তন করে দিল । এর থেকে বড় অসৌজন্য আর কি হতে পারে !"

আরও পড়ুন :Sealdah metro station: মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতেই মেট্রো স্টেশনের উদ্বোধন, অসৌজন্যের অভিযোগ তৃণমূলের

ABOUT THE AUTHOR

...view details