পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jul 2, 2022, 8:52 PM IST

ETV Bharat / city

Lok Sabha Polls 2024: লোকসভায় বাংলা থেকে বিজেপির 25 আসন জয়ের দাবি, পালটা শূন্য করার হুঙ্কার ফিরহাদের

2024 সালে লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024) ৷ ওই নির্বাচনে বাংলা থেকে বিজেপি 25টি আসনে জিতবে বলে দাবি করেছেন সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ বঙ্গ বিজেপির সভাপতির দাবি উড়িয়ে তৃণমূলের ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) গেরুয়া শিবিরকে শূন্যে নামিয়ে দেওয়ার পালটা হুঁশিয়ারি দিয়েছেন ৷

tmc-bjp-war-of-words-on-lok-sabha-polls-2024
Lok Sabha Polls 2024: লোকসভায় বাংলা থেকে বিজেপির 25 আসন জয়ের দাবি, পালটা শূন্য করার হুঙ্কার ফিরহাদের

কলকাতা, 2 জুলাই : 2019-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2019) 18টি আসনে জিতে বঙ্গ রাজনীতিতে চমক দিয়েছিল বিজেপি (BJP) ৷ কিন্তু সেই সাফল্যের ধারা বজায় থাকেনি পরবর্তী বিধানসভা নির্বাচনে (Bengal Assembly Elections 2021) ৷ তার পর পৌর-ভোটে তো গেরুয়া শিবিরের ফল শোচনীয় ৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024-এর লোকসভা নির্বাচনে (Lok Sabha Elections 2024) বিজেপি 25টি আসনে জয় পাবে বলে শনিবার দাবি করেছেন দলের বঙ্গ সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar) ৷ আর তাঁর এই দাবি উড়িয়ে তৃণমূলের অন্যতম হেভিওয়েট নেতা ফিরহাদ হাকিম (TMC Leader Firhad Hakim) পালটা জবাব দিয়েছেন ৷

তাঁর দাবি, ‘‘কোনও আসন ওঁরা পাবেন না । আমরা চেষ্টা করছি ওটা জিরো করে দেওয়ার । সুকান্তবাবুর দল বাংলায় শূন্য । কিছুটা হই হই করে কিছু আসন পেয়ে বিরোধীদলের জায়গায় বসেছে । তবে বাংলার মানুষ বুঝে গিয়েছে । শেষমেশ একটা শূন্য । উনি যে শর্ত দেবেন, রাজি আছি । উনি 25 বলছেন ৷ আমি শূন্য বলছি ।’’

তেলঙ্গানার হায়দরাবাদে শুরু হয়েছে বিজেপির কর্মসমিতির বৈঠক (BJP Executive Meeting at Hyderabad) ৷ সম্প্রতি মহারাষ্ট্রে ফের সরকারে ফিরতে পেরে স্বাভাবিকভাবেই চাঙ্গা গেরুয়া শিবির ৷ ওই বৈঠকে যোগ দিতে গিয়েছেন সুকান্ত মজুমদারও ৷ তিনি সেখান থেকেই এই মন্তব্য করেছেন ৷ যার উত্তর শনিবার কলকাতায় বসে দিয়েছেন ফিরহাদ হাকিম ৷

এদিকে মহারাষ্ট্র দখলের পর গেরুয়া শিবির অন্যান্য রাজ্যেও সরকার গড়ার হুঁশিয়ারি দিচ্ছে ৷ সেই তালিকায় বাংলাও রয়েছে ৷ 2024 সালের মধ্যেই বিজেপি বাংলা দখল করবে বলে হামেশাই হুঁশিয়ারি দিচ্ছেন বিজেপির নেতারা ৷ যা নিয়ে কলকাতার মেয়রের প্রতিক্রিয়া, স্বপ্ন দেখা ভালো ৷ তবে দুঃস্বপ্ন নয় । বাংলায় আমরা নিশ্চিত ভাবে তাদের বিরোধী । বাংলার মানুষ ওদের বিরোধী করে দিয়েছে । বাংলার মানুষ বিভাজনের রাজনীতি পছন্দ করে না । বাংলায় জীবনে কোনও দিন আসতে পারবে না ।’’

এছাড়াও কেন্দ্রীয় সরকারের ঋণের সুদের হার বাড়ানো ও স্বল্প সঞ্চয়ের সুদের হার না বাড়ানো নিয়ে মুখ খুলেছেন তিনি । তাঁর কথায়, ‘‘সাধারণ মানুষকে বাঁচতে দেবে না । আদানি, আম্বানি বা শ্রমিকের মাঝে মধ্যবিত্ত বলে কিছু থাকবে না ।’’

আর বীরভূমে অস্ত্র তৈরির কাঁচামাল উদ্ধার নিয়ে বলেন, ‘‘রাজ্য পুলিশ অভিযান চালিয়েছে । তারা পদক্ষেপ করছে । পরে গিয়ে এনআইএ লাফাবে ৷ পলিটিক্যাল এজেন্ডা তৈরি করবে ।’’

আরও পড়ুন :Mamata on Draupadi Murmu: ‘দ্রৌপদী মুর্মুর জেতার সম্ভাবনা বেশি’, বিজেপি আগে জানালে সমর্থনের কথা ভাবতাম: মমতা

ABOUT THE AUTHOR

...view details