কলকাতা, 26 সেপ্টেম্বর : জন্মজয়ন্তীতে বিদ্যাসাগরকে (Vidyasagar's Birth Anniversary) নিয়ে তরজায় ব্যস্ত রইল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ও বিজেপি (BJP) ৷ গেরুয়া শিবির শিক্ষক নিয়োগে দুর্নীতি (Bengal Recruitment Scam) নিয়ে এদিনও তৃণমূলকে বিঁধেছে ৷ অন্যদিকে পালটা জবাব দিয়েছে ঘাসফুল শিবিরও ৷ তারা আবারও বিদ্য়াসাগরের মূর্তি ভাঙার অভিযোগ তুলেছে বিজেপির বিরুদ্ধে ৷
সোমবার ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) জন্মজয়ন্তী ৷ রাজ্যজুড়ে তা পালিত হল ৷ এই বিষয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এটা খুবই লজ্জার যে আমরা একদিকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন করছি, আর অন্যদিকে শিক্ষকদের চাকরি বিক্রি হচ্ছে ৷ স্কুলে নিয়োগে দুর্নীতি হয়েছে ৷’’ তিনি আরও বলেন, ‘‘সারা জীবন ধরে কুসংস্কারমুক্ত সমাজ গড়ে তুলতে সামাজিক অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছেন ৷’’
তৃণমূল কংগ্রেসও পালটা আক্রমণ করেছে বিজেপির বিরুদ্ধে ৷ ঘাসফুলের সাংসদ সৌগত রায় জানিয়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচারিত মূল্যবোধ ও নীতি সম্পর্কে বিজেপির থেকে জ্ঞান তাঁরা শুনতে চান না ৷ তিনি 2019 সালের লোকসভা নির্বাচনের প্রচার চলাকালীন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রসঙ্গ টেনে এনেছেন ৷ ওই মূর্তি ভাঙায় বিজেপিই জড়িত ছিল বলে তিনি অভিযোগ করেন ৷ এমনকী, নেতাজি সুভাষচন্দ্র বসুকেও (Netaji Subhas Chandra Bose) বিজেপির নেতারা শ্রদ্ধা করে না বলেও তিনি দাবি করেছেন ৷