কলকাতা, 22 নভেম্বর : এবারে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে সংসদের অধিবেশন কক্ষ উত্তাল করলেন BJP সাংসদরা । আজ সংসদের শীতকালীন অধিবেশনের জিরো আওয়ারে পার্শ্বশিক্ষকদের প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় । তখন তৃণমূল সাংসদের হই-হট্টগোল এবং চিৎকারে বিষয়টি নিয়ে সে ভাবে বলার সুযোগ পাননি বাবুল । এমনকি, বাবুলের বলা নিয়ে আপত্তি জানান লোকসভার অধ্যক্ষও । এর পর নিজে বলতে উঠে রাজ্য সরকারকে আক্রমণ করেন আর এক BJP সংসদ লকেট চট্টোপাধ্যায় ।
তৃণমূল এবং BJP সাংসদদের চিৎকার-চেঁচামেচি, হই-হট্টগোলে বেশ কিছুক্ষণের জন্য উত্তাল হয়ে ওঠে লোকসভা । মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের বিরুদ্ধে তোপ দেগে সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ''আমরণ অনশনকারীদের দিকে ফিরে তাকাচ্ছে না রাজ্য সরকার । আট দিন ধরে তাঁরা কলকাতায় রাস্তার উপর বসে রয়েছেন, আর বাংলার মুখ্যমন্ত্রী একটা শব্দও উচ্চারণ করছেন না ।'' লকেটের মন্তব্যের পাল্টা জবাব দেন তৃণমূল লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় । তিনি দাবি করেন, ''পার্শ্বশিক্ষকদের তিন হাজার টাকা বেতন বাড়ানো হয়েছে মাত্র কয়েকমাস আগেই । রাজ্যের সীমাবদ্ধ আর্থিক ক্ষমতার মধ্যেই মুখ্যমন্ত্রী বেতন বাড়িয়েছেন । এই বিষয়গুলোকে নিয়ে রাজনীতি করে যাচ্ছে BJP ৷''