পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

CAA-র সমর্থনে ব্যানার টাঙানো নিয়ে BJP-তৃণমূল সংঘর্ষ

BJP-র পালটা অভিযোগ, আজ সকালে ওয়ার্ডের মিশনবাজারে BJP কর্মীরা CAA-র সমর্থনে ব্যানার টাঙাচ্ছিলেন ৷ তখনই মাইকেল ও মিঠুন মণ্ডল নামে দুই যুবক ব্যানার টাঙাতে নিষেধ করে এবং BJP কর্মীদের সেখান থেকে চলে যেতে বলে ৷ এনিয়ে বিবাদ শুরু হয় ।

TMC-BJP clash
আহত BJP কর্মী

By

Published : Jan 21, 2020, 10:47 PM IST

বাগুইআটি, 21 জানুয়ারি : CAA-র সমর্থনে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আজ কেষ্টপুরের 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল ও BJP-র কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে ৷ এই ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । উলটে BJP-র অভিযোগ, তাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল কংগ্রেস ।

তৃণমূলের অভিযোগ, আজ সকালে 26 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বসেছিলেন কয়েকজন কর্মী ৷ তখন কয়েকজন BJP কর্মী কার্যালয়ের নিচে জড়ো হয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শুরু করে ৷ তারপর কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়ে ৷ ইটের আঘাতে কার্যালয়ের একাধিক জানলার কাচ ও CCTV ক্যামেরা ভেঙে যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও গালাগালি করা হয় । এলাকার কয়েকজন তৃণমূল ছেড়ে সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন । তারাই এই কাজ করেছে বলে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীলা মণ্ডলের ছেলে মাইকেলের ৷

তৃণমূল-BJP-র চাপানউতোর

BJP-র পালটা অভিযোগ, আজ সকালে ওয়ার্ডের মিশনবাজারে BJP কর্মীরা CAA-র সমর্থনে ব্যানার টাঙাচ্ছিলেন ৷ তখনই মাইকেল ও মিঠুন মণ্ডল নামে দুই যুবক ব্যানার টাঙাতে নিষেধ করে এবং BJP কর্মীদের সেখান থেকে চলে যেতে বলে ৷ BJP কর্মীরা যখন ফিরে যাচ্ছিলেন তখন পেছন দিক থেকে এক কর্মীর মাথায় রিভলভার দিয়ে আঘাত করে মাইকেল ৷ মুখেও আঘাত করা হয় ৷ লোহার রড দিয়ে মারধর করা হয় । আক্রান্ত ওই কর্মীর নাম গোপাল ৷ এছাড়া BJP-র এক মহিলাকর্মীসহ আরও এক কর্মীকে মারধর করা হয়েছে ৷

জখম BJP কর্মী গোপালকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে । এই ঘটনার প্রতিবাদে কেষ্টপুরে রাস্তা অবরোধ করে BJP কর্মীরা ৷ বেলা তিনটে থেকে আধ ঘণ্টা অবরোধ চলে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় বাগুইআটি থানার পুলিশ । পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায় ।

ABOUT THE AUTHOR

...view details