বাগুইআটি, 21 জানুয়ারি : CAA-র সমর্থনে ব্যানার টাঙানোকে কেন্দ্র করে আজ কেষ্টপুরের 26 নম্বর ওয়ার্ডে তৃণমূল ও BJP-র কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় ৷ ভাঙচুর করা হয় তৃণমূলের দলীয় কার্যালয়ে ৷ এই ঘটনায় BJP-র বিরুদ্ধে অভিযোগ উঠেছে । উলটে BJP-র অভিযোগ, তাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল কংগ্রেস ।
তৃণমূলের অভিযোগ, আজ সকালে 26 নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বসেছিলেন কয়েকজন কর্মী ৷ তখন কয়েকজন BJP কর্মী কার্যালয়ের নিচে জড়ো হয়ে 'জয় শ্রীরাম' ধ্বনি দিতে শুরু করে ৷ তারপর কার্যালয় লক্ষ্য করে ইট ছোড়ে ৷ ইটের আঘাতে কার্যালয়ের একাধিক জানলার কাচ ও CCTV ক্যামেরা ভেঙে যায় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের নামেও গালাগালি করা হয় । এলাকার কয়েকজন তৃণমূল ছেড়ে সম্প্রতি BJP-তে যোগ দিয়েছেন । তারাই এই কাজ করেছে বলে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শীলা মণ্ডলের ছেলে মাইকেলের ৷