কলকাতা, 23 ফেব্রুয়ারি : ফের রাজ্যপাল জগদীপ ধনকড়কে আক্রমণ করল তৃণমূল কংগ্রেস (TMC Attacks Dhankhar through Jagobangla Editorial) ৷ এবার তাদের মুখপত্র জাগোবাংলার (TMC Mouthpiece Jagobangla) মাধ্যমে রাজ্যপালকে নিশানা করল বাংলার শাসক দল ৷ সম্পাদকীয় কলমে প্রকাশিত হওয়া ওই প্রতিবেদনের শিরোনাম, ‘মিস্টার জগদীপ ধনকড়’ ৷
ধনকড়ের বিরুদ্ধে সেখানে অভিযোগ করা হয়েছে যে রাজ্যপালের পদকে ‘মস্করার জায়গায়’ নিয়ে গিয়েছেন ৷ বিজেপিকে খুশি করতে রাজ্য সরকারকে বিরক্ত করছেন ৷ তাই তৃণমূল মনে করে, ‘‘বিজেপির সফল এজেন্ট হিসেবে আগামিদিনে তিনি যদি ‘ভারতরত্ন পুরস্কার’ পান, তাহলে অবার হওয়ার কিছু থাকবে না ৷’’
পাশাপাশি ওই প্রতিবেদনের মাধ্যমে ধনকড়কে তৃণমূল মনে করিয়ে দিতে চেয়েছে যে কেন্দ্রীয় সরকার ও কেন্দ্রের শাসক দলের মর্জিমাফিক না চললে রাজ্যপালের পদ থেকে তাঁকে 24 ঘণ্টার মধ্যেই সরিয়ে দেওয়া হতে পারে ৷