কলকাতা, 29 সেপ্টেম্বর : আবারও কংগ্রেসের (Congress) বিজেপি (BJP) বিরোধিতার সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল জানতে চায় যে এর আগে কংগ্রেসের বিরোধী-ভূমিকা নিয়ে প্রশ্ন তোলায় কেন রাহুল গান্ধির (Rahul Gandhi) দল আক্রমণ করছে তাদের ? আগেরবারের মতো এবারও সবটাই করা হয়েছে তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলা’র (Trinamool Congress Mouthpiece Jagobangla) মাধ্যমে ৷
বুধবার তৃণমূলের মুখপত্রের সম্পাদকীয়তে এই নিয়ে কংগ্রেসকে আক্রমণ করা হয়েছে ৷ যার শিরোনাম, ‘গোয়ার বার্তা’ ৷ আজ তৃণমূল কংগ্রেসে গোয়ার (Goa) একাধিক কংগ্রেস নেতা যোগ দিতে চলেছেন ৷ সেই প্রেক্ষাপটকে সামনে রেখেই কংগ্রেসের বিজেপি বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল ৷
আরও পড়ুন :Bhabanipur Bye-Election : দুর্যোগের দিনে ভবানীপুরে নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন
এদিনের দলবদলে অন্যতম বড় চমক প্রাক্তন কংগ্রেস নেতা এবং গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফ্যালেইরো (Luizinho Faleiro) ৷ মূলত তাঁর বক্তব্যকেই এদিন কংগ্রেসকে বিঁধতে হাতিয়ার করা হয়েছে বঙ্গের শাসক দলের তরফে ৷ লেখা হয়েছে, ‘‘রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিধায়ক লুইজিনহো লুইজিনহো ফ্যালেইরো ইস্তফা দিয়েছেন । কংগ্রেস ছাড়ছেন । তৃণমূল কংগ্রেসকে বৃহত্তর কংগ্রেস পরিবার বলছেন । মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন । আগামী কয়েকদিনে আরও কিছু ঘটবে ।’’
কিন্তু কেন কংগ্রেস বারবার ভাঙছে ? রাহুল-প্রিয়াঙ্কারা আত্মসমীক্ষা না করে তৃণমূলকে আক্রমণ করছে, সেই প্রশ্নই তোলা হয়েছে ‘জাগোবাংলা’র সম্পাদকীয়তে ৷ তৃণমূলের বক্তব্য, ‘‘কংগ্রেস নেতৃত্ব এসে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ শুরু করেছে । আমাদের প্রশ্ন, কংগ্রেস, এতদিন তোমরা কোথায় ছিলে ? কেন বিজেপিকে এতদিন নিশ্চিন্তে থাকতে দিয়েছ ? তোমরা চিরদিন লড়বে বলে জায়গা আটকে রাখবে আর তারপর ডুবিয়ে দিয়ে বিজেপি-কে সুবিধা করে দেবে । এটা আর হবে না ।’’
আরও পড়ুন :Bhabanipur Bye-Election : পাখির চোখ ভবানীপুর, নিরাপত্তার চাদরে মুড়ে ফেলল নির্বাচন কমিশন
দেশে বিজেপি-র বাড়বাড়ন্তের জন্য তৃণমূলের তরফে দায়ী করা হয়েছে কংগ্রেসকেই । এআইসিসির নেতৃত্বের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়ে আরও লেখা হয়েছে, ‘‘তৃণমূলকে কেন আক্রমণ ? গোটা দেশে তোমাদের ব্যর্থতার জন্য তৃণমূল কংগ্রেস দায়ী ? রাজ্যে রাজ্য তোমরা ব্যর্থ । তৃণমূল দায়ী ? তৃণমূল বিজেপি বিরোধিতার জন্য শক্তিশালী মঞ্চ চাই । এই মুহূর্তে সেই কাজ চলছে ৷ সেই কাজ চলবে ।’’