কলকাতা, 5 জুলাই: উদয়পুর ও জম্মুর হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি বিজেপির যোগ রয়েছে, মঙ্গলবার এমন অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস (TMC Attacks BJP)। মঙ্গলবার তৃণমূল ভবনে বসে বিজেপিকে আক্রমণ শানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এবং রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ।
কুণাল ঘোষ এদিন বলেন, "এখন জম্মু ও কাশ্মীরে লস্কর জঙ্গি ধরা পড়লেও দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে যুক্ত । সম্প্রতি উদয়পুরে এক দর্জিকে তাঁর দোকানের মধ্যে খুনের ঘটনাতেও ধৃত রিয়াজ হুসেন আখতারির সঙ্গেও বিজেপির প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে । এমনকি জম্মুতে ধৃত লস্কর জঙ্গির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিও রয়েছে ।" এদিন জম্মুতে ধৃত লস্কর জঙ্গির সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি প্রকাশ করে এর বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে তৃণমূল ৷
কুণাল ঘোষ এদিন দাবি করেন, "গভীর ষড়যন্ত্র করছে বিজেপি । আর্থিকভাবে দেশ যখন পিছিয়ে পড়েছে, মানুষের উপর চাপ বাড়ছে, কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থতা থেকে নজর ঘোরাতে ধর্মীয় হিংসার রাজনীতি শুরু করেছে বিজেপি । নূপুর শর্মার বিবৃতি নিয়ে সুপ্রিম কোর্ট কড়া মনোভাব নিয়েছে । উদয়পুরের ঘটনা অত্যন্ত আপত্তিকর । কিন্তু সেটিকে নূপুর শর্মাকে সমর্থন করার জন্যই এই হত্যা বলে প্রচার করা হল!"