পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Advice to Sougata on IPac Issue : সৌগতকে আইপ্যাক নিয়ে মুখ খুলতে নিষেধ তৃণমূল নেতৃত্বের - TMCs Advice to Sougata on IPac Issue

প্রশান্ত কিশোরের আইপ্যাক সম্পর্কে মুখ না খুলতে তৃণমূলের তরফে দমদমের সাংসদ সৌগত রায়কে নির্দেশ দেওয়া হয়েছে (TMC ask MP Sougata Roy to maintain Silence on IPac Issue) ৷ তৃণমূল সূত্রে এমন খবর পাওয়া গিয়েছে ৷ কিন্তু কোনও পক্ষই মুখ খুলতে নারাজ ৷

tmc-ask-mp-sougata-roy-to-maintain-silence-on-ipac-issue
TMCs Advice to Sougata on IPac Issue : সৌগতকে আইপ্যাক নিয়ে মুখ খুলতে নিষেধ তৃণমূল নেতৃত্বের

By

Published : Feb 10, 2022, 3:39 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : গত মঙ্গলবারই প্রশান্ত কিশোরের আইপ্যাকের (Prashant Kishor Company IPac) সঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) চুক্তি ভেঙে যাওয়া নিয়ে সরব হয়েছিলেন দলের বর্ষীয়ান নেতা তথা সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy)। বলেছিলেন যে এর ফলে ক্ষতি হবে তৃণমূলের ৷ কারণ, 2021-এর বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election 2022) তৃণমূলের বিশাল জয়ের পিছনে আইপ্যাকের অবদান অনস্বীকার্য ।

তার পর 48 ঘণ্টাও কাটল না সতর্কিত হলেন এই বর্ষীয়ান নেতা । তৃণমূলের তরফ থেকে তাঁকে পরিষ্কার বলে দেওয়া হল যে, আইপ্যাকের ব্যাপারে তাঁর এই মন্তব্যকে ভাল চোখে দেখছে না নেতৃত্ব এবং ভবিষ্যতে সৌগত যেন এই সমস্ত স্পর্শকাতর ইস্যুতে একটু বুঝে শুনে কথা বলেন (TMC ask MP Sougata Roy to maintain Silence on IPac Issue) ।

যদিও এই তৃণমূলের তরফে প্রকাশ্যে কেউ মুখ খুলতে অস্বীকার করেছেন ৷ তবে শাসকদলের একটি সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সৌগতকে ফোন করে এই সতর্কবার্তা দেন তৃণমূল কংগ্রেস কোর কমিটির সদস্য ও লোকসভার এক সাংসদ । এই ব্যাপারে কোনও মন্ত্যব্য করতে রাজি হননি সৌগত রায় । তিনি এটি দলের অভ্যন্তরীণ ব্যাপার বলে এড়িয়ে যান ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019-এর লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2019) পর প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাকের সঙ্গে চুক্তি করে তৃণমূল ৷ তার পর তৃণমূল ও রাজ্য সরকারের জন্য একাধিক কর্মসূচি নিয়েছে তারা ৷ যার সুফল গত বিধানসভা ভোটেও পড়ে বলে রাজনৈতিক মহলের মত ৷ পাশাপাশি তৃণমূলের বিভিন্ন অভ্যন্তরীণ বৈঠকেও ভোটকুশলী প্রশান্ত কিশোরকে দেখা গিয়েছে ৷

কিন্তু সাম্প্রতিক পৌরনির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মতান্তর শুরু হয়েছে বলে খবর ৷ প্রশান্ত নাকি আর তৃণমূলের সঙ্গে কাজ করতে আগ্রহী নন ! তবে এই নিয়ে প্রকাশ্যে কোনওপক্ষই কোনও ঘোষণা করেনি ৷ কিন্তু তৃণমূলের একটি সূত্রের দাবি, 108টি পৌরসভার প্রার্থী তালিকা নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তার দায় দলের তরফে পিকে-র সংস্থার উপরই চাপিয়ে দেওয়া হয়েছে ৷ আর তার থেকেই এই বিবাদ ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিবাদ যতই থাক, তৃণমূল এখনই বিষয়টি প্রকাশ্যে কিছু আনতে চাইছে ৷ তাতে হয়তো পৌরনির্বাচনে প্রভাব পড়তে পারে ৷ সেই কারণেই সম্ভবত দমদমের সাংসদ সৌগত রায়কে আইপ্যাক নিয়ে মুখ কুলুপ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন :TMC candidate list : তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে বিভ্রাট ! দল বলছে, পার্থ-সুব্রতর প্রকাশিত তালিকাই চূড়ান্ত

ABOUT THE AUTHOR

...view details