কলকাতা, 8 ফেব্রুয়ারি: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হওয়ার পরেই জেলায় জেলায় কো-অর্ডিনেটর পদ তুলে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পৌরভোটের বিক্ষোভের আবহে রাজ্যে ফের ফিরল কো-অর্ডিনেটর পদ। সোমবার নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "বিভিন্ন জেলার নির্বাচনী দায়িত্বে কো-অর্ডিনেটর নিয়োগ করা হচ্ছে (Municipal Election 2022)। তাঁরা জেলা সভাপতিদের নির্বাচন পরিচালনার কাজে সাহায্য করবেন।" সেইসঙ্গে তাঁর স্পষ্ট বার্তা, যতই বিক্ষোভ হোক। দল যাঁকে প্রার্থী করবে তাঁর হয়েই সকলকে লড়াই করতে হবে।
পার্থ চট্টোপাধ্যায় যে নাম ঘোষণা করেছেন, তাতে কো-অর্ডিনেটর হিসেবে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের দায়িত্বে পুলক রায়। উত্তর 24 পরগনায় সকলের সঙ্গে কো-অর্ডিনেট করবেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং পার্থ ভৌমিক। দক্ষিণ 24 পরগনার দায়িত্বে শুভাশিস চক্রবর্তী, অরূপ বিশ্বাস। ফিরহাদ হাকিম দেখবেন মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। কোচবিহার ও পূর্ব মেদিনীপুরের দায়িত্বে সুব্রত বক্সী। ঝাড়গ্রামের দায়িত্বে পার্থ চট্টোপাধ্যায়। পুরুলিয়া ও বাঁকুড়ার দায়িত্ব দেওয়া হয়েছে মলয় ঘটকের হাতে। আলিপুরদুয়ার দেখবেন চন্দ্রিমা ভট্টাচার্য ও মলয় ঘটক। জলপাইগুড়ির দায়িত্বে থাকবেন সৌরভ চক্রবর্তী, পশ্চিম মেদিনীপুরের দায়িত্ব দেওয়া হয়েছে অজিত মাইতি ও মানস ভূঁইয়ার উপর। দক্ষিণ দিনাজপুরে শশী পাঁজা, দার্জিলিংয়ে গৌতম দেব, নদিয়ায় পার্থ চট্টোপাধ্যায়, সুখেন্দুশেখর রায় এবং ব্রাত্য বসু।