কলকাতা, 13 জানুয়ারি : বিধানসভা নির্বাচনে লড়াইটা যে খুব সহজ হবে না তা এতদিনে বুঝে গিয়েছে রাজ্যের প্রায় সব দলই । একদিকে যুযুধান তৃণমূল কংগ্রেস ও বিজেপি । অন্যদিকে হাতে হাত মিলিয়েছে বাম-কংগ্রেস । তবে তৃণমূল থেকে বাম-কংগ্রেস, প্রত্যেকের লক্ষ্য একটাই- বিজেপি হঠাও । সেই নীতি অনুসরণ করে এবার বাম ও কংগ্রেসের কাছে আর্জি জানাল তৃণমূল কংগ্রেস । আর্জি- মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থনের ।
একে একে দলের শীর্ষ নেতৃত্ব বিদ্রোহী হয়ে উঠছেন । মুকুল রায়কে দিয়ে তৃণমূলের অন্দরে যে ভাঙন শুরু হয়েছিল, তাতে এখনও পর্যন্ত সর্বশেষ যোগ শুভেন্দু অধিকারী । বিজেপির দাবি, আরও অনেকে নাকি তৃণমূল ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন । বিজেপির দিকে তাঁদের পা এগিয়ে রয়েছে । শুধু সময়ের অপেক্ষা । অন্যদিকে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশ বলছেন, যা গেছে তা যাক । অনেকে আবার বলেছেন, "দলের আবর্জনা গেছে, ভালোই হয়েছে ।" তবে সেসব মুখের কথা । বাস্তবে ছবিটা যে একেবারেই অন্য তা এতদিনে বুঝে গেছে তৃণমূল কংগ্রেস । গত বিধানসভা নির্বাচনে 49টি আসনে জয়ী হয়েছিল বিজেপি । তৃণমূলের দাবি এবারও 100-র গণ্ডি পার করতে পারবে না গেরুয়া শিবির । যদিও 200 আসনের দাবি তুলেছেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা । তাই বিজেপিকে হারাতে একজোট হওয়ার আহ্বান জানালেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায় । তিনি বলেন, "বাম-কংগ্রেসরা যদি সত্যিই বিজেপির বিরোধী হয়, তাহলে তাদের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা । সাম্প্রদায়িকতা ও বিভাজনের বিরুদ্ধে মমতার লড়াইয়ে পাশে থাকা ।"
আরও পড়ুন :শূন্যস্থান পূরণ হয়ে যায়, কিন্তু ভালো মানুষ গেলে ক্ষতি : সৌগত