হাবরা (উত্তর 24 পরগনা), 13 অগস্ট : বিজেপি (BJP) কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আক্রান্ত বিজেপি কর্মীর নাম সানি সাহা । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাবরা থানার আট নম্বর ওয়ার্ডে । আহত অবস্থায় সানি এখন হাবরা হাসপাতালে চিকিৎসাধীন । তবে সানিকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ।
আরও পড়ুন :Bengal BJP : সল্টলেকে বিজেপির খেলা হবে কর্মসূচিতে ফুটবলে মাতলেন সায়ন্তন-কল্যাণ
বিজেপি সূত্রে জানা গিয়েছে, হাবরা (Habra) পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা সানি । তিনি এলাকায় সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত । সম্প্রতি তাঁকে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল । বৃহস্পতিবার রাতে ওষুধ কেনার জন্য সানি বাইরে বের হন ।
অভিযোগ, উত্তর হাবরা ইউনাইটেড ক্লাবের সামনে হঠাৎই স্থানীয় তৃণমূল কর্মী বলে পরিচিত সন্তু ঘোষ ও সুরজিৎ সিকদার তাঁর ওপর চড়াও হয় । লাঠিসোটা দিয়ে বেধড়ক মারধর করে । রাতেই হাবরা হাসপাতালে ভর্তি করা হয় সানিকে । ঘটনায় হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির পক্ষ থেকে ।