কলকাতা, 11 জানুয়ারি : ফের তৃণমূল কংগ্রেসের নিশানায় কংগ্রেস (TMC Attacks Congress) ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলল ৷ কংগ্রেস (Congress) ও বিজেপি (BJP) হাত মিলিয়েছে বলেও অভিযোগ করেছে বাংলার শাসকদল ৷
মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের মুখপত্র জাগোবাংলার (TMC Mouthpiece Jagobangla) সম্পাদকীয় প্রতিবেদনে এই অভিযোগ করা হয়েছে ৷ সম্পাদকীয়র শিরোনাম, ‘দ্বিচারী কংগ্রেস’ ৷ সম্প্রতি চণ্ডীগড় পৌরনিগমের মেয়র নির্বাচনের বিষয়টি সামনে রেখে কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছে ৷ পাশাপাশি সমালোচনা করেছে বিজেপিরও ৷
লেখা হয়েছে, ‘‘যত দিন যাচ্ছে তত কংগ্রেসের চরিত্র প্রকাশ্যে আসছে ৷ কংগ্রেস নাকি বিজেপি বিরোধী ৷ কংগ্রেস নাকি ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী ৷ কংগ্রেস নাকি ধর্ম নিয়ে ব্যবসা করা বিজেপির সঙ্গে হাত মেলায় না ৷ কিন্তু কী হল হরিয়ানায়?’’
এরপরই তুলে ধরা হয়েছে চণ্ডীগড় পৌরনিগমে মেয়র নির্বাচনের বিষয়টি ৷ সেখানে 14টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল আম আদমি পার্টি ৷ 12টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি ৷ তারপরও বোর্ড বিজেপির দখলে গিয়েছে ৷ কীভাবে এই অসাধ্যসাধন করল মোদি-শাহের দল, তা নিয়ে গত কয়েকদিন ধরে জল্পনা চলছে রাজনৈতিক মহলে ৷