পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

TMC Strategy যত্রতত্র গজিয়ে ওঠা পার্টি অফিস আর চাইছে না তৃণমূল, দেওয়া হবে কড়া নির্দেশ - অভিষেক বন্দ্যোপাধ্যায়

যত্রতত্র গজিয়ে ওঠা পার্টি অফিস আর চাইছে না তৃণমূল কংগ্রেস (TMC Party Office)৷ তাই এই নিয়ে কড়া পদক্ষেপ করা হচ্ছে ৷ দলের অনুমোদন না নিয়ে যেখানে সেখানে পার্টি অফিস আর খোলা যাবে না (TMC Strategy)৷

TMC do not want party offices that have grown everywhere
যত্রতত্র গজিয়ে ওঠা পার্টি অফিস আর চাইছে না তৃণমূল, দেওয়া হবে কড়া নির্দেশ

By

Published : Aug 16, 2022, 3:35 PM IST

কলকাতা, 16 অগস্ট:দুর্নীতির অভিযোগে জেরবার দল । এই অবস্থায় দলের ভাবমূর্তি উদ্ধারে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলা ধরে ধরে বুথ থেকে ব্লক এবং শহর তৃণমূলের নেতাদের বদল করা হচ্ছে । এই বদলের মূল লক্ষ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উদ্ধার । এই লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্যের শাসক দল (TMC Strategy)।

দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, এ বার প্রত্যেক সাংগঠনিক জেলায় দলের সদর দফতর তৈরি করা হবে । ওয়ার্ড বা ব্লকের যেখানে-সেখানে ইচ্ছেমতো দলের অনুমোদন না নিয়ে পার্টি অফিস খোলা যাবে না (TMC Party Office)। আসলে এই মুহূর্তে দল চাইছে জেলার সমস্ত কাজকর্ম পরিচালিত হোক জেলা পার্টি অফিস থেকেই (TMC against party offices mushrooming)। এতে সামগ্রিক ভাবে দলের নিচুতলার নেতাদের উপর নিয়ন্ত্রণ করা সহজ হবে আর এই লক্ষ্যে প্রত্যেক জেলার জেলা সভাপতি, চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্যদের ব্লক ধরে ধরে 15 দিন অন্তর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে । এ ক্ষেত্রে দলের নির্দেশ, আদি ও নব্যের গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে ।

আরও পড়ুন:খেলা হবে দিবস নিয়ে রাজনৈতিক তরজা, বিজেপি ও তৃণমূল জমি ছাড়ছে না কেউ

তৃণমূল সূত্রের খবর, শীর্ষ নেতৃত্বের নিজস্ব সার্ভেতে উঠে এসেছে খুশিমতো যেখানে সেখানে দলের পার্টি অফিস গড়ে উঠেছে । একই এলাকায় দুই বিরোধী শিবিরের দুটি পার্টি অফিস, আর এই অফিস থেকে একে অপরের বিরুদ্ধে কাজ করছেন তৃণমূলের নেতারা - এমন ছবি দেখেছে শীর্ষ নেতৃত্ব । আর তৃণমূল নেতাদের এহেন আচরণ কোনও ভাবেই ভালো চোখে দেখছে না তৃণমূল ভবনের নেতারা । আর সে কারণেই এই নির্দেশ দেওয়া হচ্ছে ।

গত শুক্রবার তৃণমূলের বৈঠকে এই পার্টি অফিস তৈরির বিষয়টি উঠে আসে । এই বৈঠকে পুরুলিয়া, বাঁকুড়া জেলার সাংগঠনিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । যে আলোচনা চক্রে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্য সভাপতি সুব্রত বক্সি এবং জেলা সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা । বিধায়কদেরও ডাকা হয়েছিল বৈঠকে । সূত্রের খবর, এই বৈঠকে অভিষেক বলেছেন, যেখানে সেখানে সব জায়গায় পার্টি অফিস খোলা যাবে না । দলের অনুমোদন নিয়ে নির্দিষ্ট জায়গায় পার্টি অফিস খুলতে হবে । আর পার্টি অফিস থেকেই পরিচালিত হবে দলের যাবতীয় কাজকর্ম ।

ABOUT THE AUTHOR

...view details