কলকাতা, 16 অগস্ট:দুর্নীতির অভিযোগে জেরবার দল । এই অবস্থায় দলের ভাবমূর্তি উদ্ধারে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জেলা ধরে ধরে বুথ থেকে ব্লক এবং শহর তৃণমূলের নেতাদের বদল করা হচ্ছে । এই বদলের মূল লক্ষ্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি উদ্ধার । এই লক্ষ্যে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করতে চলেছে রাজ্যের শাসক দল (TMC Strategy)।
দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, এ বার প্রত্যেক সাংগঠনিক জেলায় দলের সদর দফতর তৈরি করা হবে । ওয়ার্ড বা ব্লকের যেখানে-সেখানে ইচ্ছেমতো দলের অনুমোদন না নিয়ে পার্টি অফিস খোলা যাবে না (TMC Party Office)। আসলে এই মুহূর্তে দল চাইছে জেলার সমস্ত কাজকর্ম পরিচালিত হোক জেলা পার্টি অফিস থেকেই (TMC against party offices mushrooming)। এতে সামগ্রিক ভাবে দলের নিচুতলার নেতাদের উপর নিয়ন্ত্রণ করা সহজ হবে আর এই লক্ষ্যে প্রত্যেক জেলার জেলা সভাপতি, চেয়ারম্যান এবং কোর কমিটির সদস্যদের ব্লক ধরে ধরে 15 দিন অন্তর বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে । এ ক্ষেত্রে দলের নির্দেশ, আদি ও নব্যের গোষ্ঠীদ্বন্দ্ব এড়িয়ে সবাইকে একসঙ্গে লড়াই করতে হবে ।