পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Sealdah Metro Time Table: আজ থেকে শুরু শিয়ালদা মেট্রো, এক ঝলকে জেনে নিন সময়সূচি - বৃহস্পতিবার থেকে শুরু শিয়ালদা মেট্রো

আজ থেকে শুরু শিয়ালদা মেট্রোর বাণিজ্যিক দৌড় ৷ তার আগে চলুন জেনে নিই পরিষেবার সময়সূচি (Sealdah Metro Time Table) ৷

Time table of East west metro service of Sealdah section
Sealdeh Metro Time Table

By

Published : Jul 13, 2022, 9:36 PM IST

Updated : Jul 14, 2022, 9:00 AM IST

কলকাতা, 13 জুলাই: বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশনের দৌড় । ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই পরিষেবা শুরু হওয়া নিয়ে মানুষের মধ্যে দেখা গিয়েছে যথেষ্ট উত্তেজনা । কারণ একবার এই স্টেশন থেকে পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ ৷ যারা প্রতিদিন শিয়ালদা স্টেশন হয়ে যাতায়াত করেন তাঁদের অনেকটা সুবিধা হবে । পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এর আইটি হাবের কর্মীদের জন্যে সবচেয়ে সুগম হবে এই পথ ৷ অনেক কম সময়ে অফিস পৌঁছনোর মোক্ষম মাধ্যম হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।

মেট্রোর সময়ের ব্যবধান :আজ থেকে শিয়ালদা ও সল্টলেক সেক্টর 5-এর মধ্যে চলবে মোট 100টি মেট্রো ৷ তারমধ্যে 50টি ইস্ট বাউন্ড ও 50টি ওয়েস্ট বাউন্ড । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের ব্যস্ত সময়ে প্রতি 15 মিনিট অন্তর মিলবে মেট্রো । অন্যদিকে দিনের বাকি সময় দু'টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 20 মিনিটের ।

একনজরে ভাড়ার তালিকা

দিনের প্রথম মেট্রো :শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার প্রথম মেট্রো সকাল 6:55 মিনিটে । অন্যদিকে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় ।

দিনের শেষ মেট্রো :শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার দিনের শেষ মেট্রো মিলবে রাত 9টা 35 মিনিটে । সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে 9 টা 40 মিনিটে (Time table of East-West metro service of Sealdah section) ।

আরও পড়ুন:রবিবার বাদে সপ্তাহে ছয় দিনই চলবে শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা

এই পরিষেবা পাওয়া যাবে সোমবার থেকে শনিবার পর্যন্ত । অন্যদিকে মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, আজ সকাল 10টার সময় শিয়ালদা মেট্রো স্টেশন পরিদর্শনে যাবেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং অন্যান্য নেতৃত্ব ।

Last Updated : Jul 14, 2022, 9:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details