কলকাতা, 13 জুলাই: বৃহস্পতিবার থেকে বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে শিয়ালদা মেট্রো স্টেশনের দৌড় । ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই পরিষেবা শুরু হওয়া নিয়ে মানুষের মধ্যে দেখা গিয়েছে যথেষ্ট উত্তেজনা । কারণ একবার এই স্টেশন থেকে পরিষেবা চালু হয়ে গেলে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ ৷ যারা প্রতিদিন শিয়ালদা স্টেশন হয়ে যাতায়াত করেন তাঁদের অনেকটা সুবিধা হবে । পাশাপাশি সল্টলেক সেক্টর 5-এর আইটি হাবের কর্মীদের জন্যে সবচেয়ে সুগম হবে এই পথ ৷ অনেক কম সময়ে অফিস পৌঁছনোর মোক্ষম মাধ্যম হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন ।
মেট্রোর সময়ের ব্যবধান :আজ থেকে শিয়ালদা ও সল্টলেক সেক্টর 5-এর মধ্যে চলবে মোট 100টি মেট্রো ৷ তারমধ্যে 50টি ইস্ট বাউন্ড ও 50টি ওয়েস্ট বাউন্ড । কলকাতা মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, দিনের ব্যস্ত সময়ে প্রতি 15 মিনিট অন্তর মিলবে মেট্রো । অন্যদিকে দিনের বাকি সময় দু'টি ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান থাকবে 20 মিনিটের ।
দিনের প্রথম মেট্রো :শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 যাওয়ার প্রথম মেট্রো সকাল 6:55 মিনিটে । অন্যদিকে সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা যাওয়ার দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 7টার সময় ।