কলকাতা, 29 অক্টোবর : কৈলাস বিজয়বর্গীয়-সহ তিন বিজেপি নেতার অন্তর্বর্তী জামিনের মেয়াদ 20 নভেম্বর পর্যন্ত বাড়াল কলকাতা হাইকোর্ট। তবে শর্ত হিসেবে বলা হয়েছে, অভিযুক্তরা নির্যাতিতা সাক্ষীদের প্রভাবিত করা বা তাঁদের কোনও প্রতিশ্রুতি দেওয়া বা ভয় দেখাতে পারবেন না এবং মামলার তদন্তকে কোনওভাবে প্রভাবিত করা যাবে না ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চ ৷ পুজার ছুটির পর মামলার ফের শুনানি হবে বলে জানিয়েছে আদালত।
এদিন মামলার শুনানিতে অভিযুক্তদের আইনজীবীদের তরফে জানানো হয়, সুপ্রিমকোর্টে এই মামলাটির বিশেষ শুনানি হয়েছে। সুপ্রিমকোর্ট 16 নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়েছে। হাইকোর্ট চাইলে এই মামলার শুনানি করে মামলা নিষ্পত্তি করে দিতে পারে। অথবা সুপ্রিমকোর্ট যে নির্দেশ দিয়েছে তা মেনে হাইকোর্টও অভিযুক্তদের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বাড়িয়ে দিতে পারে। এরপরই রাজ্যের সরকারি আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য প্রশ্ন করেন, "2018 সালে যে ধর্ষণের ঘটনা ঘটেছে তার জন্য দু'বছর পরে মহিলা বিচার চাইতে জেগে উঠলেন? তিনি নিশ্চই শিশু নন?" জবাবে সরকারি আইনজীবী জানান ,"এই মহিলা এর আগে একটি বিশেষ রাজনৈতিক দলের এক সদস্যের হাতে ধর্ষিত হয়েছিলেন। তার প্রতিকার চাইতে তিনি ওই রাজনৈতিক দলের উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে সহায়তা চাইতে যান ৷ কিন্তু সেখানে গিয়েও তিনি নির্যাতনের শিকার হন।"