কলকাতা, 24 ডিসেম্বর : রাতভর মত্তদের বাইক নিয়ে দাপাদাপি চায় না কলকাতা পুলিশ । আর তাই আজ রাত থেকেই কলকাতার প্রায় 80টি জায়গায় শুরু হচ্ছে নাকা চেকিং । চলবে কয়েকদিন । পাশাপাশি বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে কয়েকটি পরিকল্পনা ৷
আজ থেকেই শহরে নাকা চেকিং, বড়দিনের জন্য মোতায়েন 5 হাজার পুলিশকর্মী - পার্ক স্ট্রিট
আগামীকাল 25 ডিসেম্বর ৷ শহরে যে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে 5 হাজার পুলিশকর্মী ৷ রাত 12 টা থেকে ভোর 3 টে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড, যাতে মত্তরা কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে ।
লালবাজার সূত্রের খবর, 25 ডিসেম্বর বিকেল 4 টে থেকে রাত 12 টা পর্যন্ত প্রয়োজন অনুযায়ী বন্ধ থাকবে পার্ক স্ট্রিট । ওই সময় বন্ধ থাকবে যান চলাচল । ওই এলাকায় গাড়ি পশ্চিম দিক দিয়ে ঢুকে ক্যামাক স্ট্রিট দিয়ে ফিরবে বলে জানিয়েছে কলকাতা পুলিশ । আজ পার্ক স্ট্রিটে নিরাপত্তা জোরদার থাকবে । 25 ডিসেম্বর পার্ক স্ট্রিটে থাকবেন DC রিজার্ভ ফোর্স এবং DC ওয়ারলেস । তারা পুরো নিরাপত্তা ব্যবস্থার নজরদারি করবেন । তাদের সঙ্গে থাকবে চার জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার । মোট পাঁচ জন ডেপুটি কমিশনার পার্ক স্ট্রিটের দায়িত্বে থাকবেন । গোটা বাহিনী থাকবে ডেপুটি কমিশনার সাউথের অধীনে । গোটা পার্ক স্ট্রীটকে 4 টি সেক্টরে ভাগ করা হবে । প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে অ্যাসিস্ট্যান্ট কমিশনার । পার্ক হোটেলের কাছে এবং থানার কাছে থাকবে দু'টি কুইক রেসপন্স টিমের ভ্যান । মোট 11 টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে নিরাপত্তার জন্য । কুড়িটি অতিরিক্ত CCTV ব্যবহার করা হবে নিরাপত্তার জন্য । এছাড়াও সেন্ট পলস ক্যাথিড্রালে থাকবে বিশেষ পুলিশি ব্যবস্থা । বড়দিনের বিকেলে সেখানে মুখ্যমন্ত্রীর যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
শহরের নিরাপত্তার জন্য থাকছে 100 পিকেট । থাকবে 3টি অতিরিক্ত HRFS । রিভার ট্রাফিক পুলিশ সতর্ক থাকবেন গঙ্গার ঘাটগুলিতে । ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিম কাজ করবে গঙ্গায় । শহরে তৎপর থাকবে ন'টি অ্যাম্বুলেন্স । রাত 12টা থেকে ভোর 3টে পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় চলবে ব্লক রেইড, যাতে কেউ কোনওভাবেই বিশৃঙ্খলা তৈরি না করতে পারে ।