পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

Durga Puja 2022: রাত পোহালেই দশমী, বিসর্জনের নিরাপত্তা নিয়ে তৎপর কলকাতা রিভার ট্রাফিক পুলিশ

রাত পোহালেই বিজয়া দশমী। শুরু হবে প্রতিমা বিসর্জনের পালা ( Durga Puja 2022)। আর এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শহরের ঘাট গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার । কলকাতা পুলিশের অন্তর্গত রিভার ট্রাফিক পুলিশ এই বিষয়ে অত্যন্ত তৎপর।

Durga Puja 2022
রাত পোহালেই দশমী

By

Published : Oct 4, 2022, 9:50 PM IST

কলকাতা, 4 অক্টোবর: নবমী মানেই দশমীর বিষণ্ণতার শুরু (Durga Puja 2022) ৷ দশমী মানেই ঘরের মেয়ে উমাকে বিদায় দেওয়ার পালা ৷ নদীর ঘাটে ঘাটে শুরু হবে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি। আর এই প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে শহরের ঘাট গুলিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে লালবাজার। মোতায়েন থাকবে কলকাতা পুলিশের অন্তর্গত রিভার ট্রাফিক পুলিশ ৷

বিসর্জন উপলক্ষে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না-ঘটে তার জন্য কলকাতার রিভার ট্রাফিক পুলিশের তরফে নামানো হচ্ছে চার থেকে আটটি স্পিডবোর্ড। প্রয়োজন অনুযায়ী স্পিড বোর্ডের সংখ্যা বাড়ানো হবে বলে লালবাজারের তরফে ৷

আরও পড়ুন: অয়ন মুখোপাধ্যায়ের পুজোয় চাঁদের হাট, হাজির মৌনি-কাজলরা

শহরের বাবুঘাট, বিচলি ঘাট, দই ঘাট-সহ একাধিক ঘাটে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । এই বিষয়ে কলকাতা পুলিশের তরফ থেকে পৌরসভার আধিকারিকদের সাহায্য নেওয়াও হচ্ছে বলে জানা গিয়েছে । প্রতিমা বাবুঘাটে আসার পর ঘাটের নির্দিষ্ট একটি অংশ পর্যন্ত আসতে দেওয়া হবে পুজো কমিটি উদ্যোক্তা এবং বাড়ির পুজোর সদস্য সদস্যদের । এরপরে সেই প্রতিমা নিয়ে জলে ভাসান দেবেন পৌরসভার কর্মীরা। পৌরসভার কর্মীরা ক্রেন দিয়ে জলে ভেসে থাকা প্রতিমার কাঠামো তুলে বাবুঘাটের একটি নির্দিষ্ট জায়গায় রাখার বন্দোবস্ত করেছেন ৷

আরও পড়ুন: ভট্টাচার্য বাড়ির দুর্গা প্রতিমার গাত্রবর্ণ টকটকে লাল, মৃন্ময়ীর আরাধনায় হয় না চণ্ডীপাঠ

এছাড়াও ঘাটের বাইরে এবং ভিতরে নিরাপত্তার দায়িত্বে থাকছেন দু‘জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক এবং একজন ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ আধিকারিক থাকবেন। বাবুঘাটের বিসর্জনের শোভা যাত্রার কারণে স্ট্র্যান্ড রোড এবং ব্র্যাবোর্ন রোড এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন লালবাজারের ট্রাফিক বিভাগের আধিকারিকরা। এছাড়াও বিসর্জনের সময় যাতে শহরে কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে তার জন্য তৎপর কলকাতা পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details