কলকাতা, 5 অক্টোবর : কৃষক আন্দোলনে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল । গতকাল লখিমপুর খেরিতে দুই কৃষকের মৃত্যুর জেরে হওয়া সংঘর্ষের পরই ওই ঘটনা নিন্দা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । বলেছিলেন, "রামরাজ্য নয়, উত্তরপ্রদেশে চলছে কিলিংরাজ ।" ওই ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে । উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে পৌঁছেছেন সাংসদ দোলা সেন, আবীররঞ্জন বিশ্বাস ও প্রতিমা মণ্ডল ।
গতকাল সকাল 6টা নাগাদ কলকাতা থেকে সাংসদরা রওনা দেন ৷ দিল্লি পৌঁছন আটটার কিছুটা আগেই ৷ সেখান থেকে গাড়িতে পৌঁছন লখিমপুরে ৷ তাঁদের এই যাত্রাপথে মোট বারো-তেরোবার তাঁদের পুলিশ আধিকারিকরা আটকান ৷ কোনও মতে এদিন তাঁরা লখিমপুরে পৌঁছতে পারেন ৷ এদিন সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁরা লউপ্রীত সিংয়ের গ্রাম ভগবন্তপুরে পৌঁছতে পারেন ৷ সেখানে তাঁরা সকাল সাড়ে ন'টা অবধি ছিলেন ৷ তারপর সেখান থেকে যান নিশাত্তর সিংয়ের গ্রাম লাহবাড়িতে ৷ সেখানে তাঁরা বেলা সাড়ে বারোটা পর্যন্ত ছিলেন ৷
মঙ্গলবার দোলা সেন সংবাদমাধ্যমকে জানান, পুলিশের চোখে ধুলো দিয়ে লখিমপুরে পৌঁছেছেন তিনি এবং আবিররঞ্জন বিশ্বাস ৷ প্রতিমা মণ্ডলও সঙ্গে রয়েছেন ৷ তাঁরা কথা বলেছেন কৃষক নেতা এবং নিহত 5 কৃষকের পরিবারের সঙ্গে । তবে লখিমপুর খেরিতে যেতে পারেননি কাকলি ঘোষদস্তিদার ও সুস্মিতা দেব । যোগীর প্রশাসন তাঁদের বাধা দিয়েছে । তাই তাঁরা লখনউ ফিরে যান । দোলা বলেন, "লখিমপুরের খেরিতে কৃষক পরিবারের পাশে আছি আমরা । আমরা সেখানে তাঁদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা পৌঁছে দিয়েছি । উত্তরপ্রদেশ–সহ দেশজুড়ে মানুষের ওপর যে অত্যাচার চলছে তা নজিরবিহীন ।"