কলকাতা, 2 অক্টোবর : ভবানীপুর (Bhabanipur) কেন্দ্রে উপনির্বাচন-সহ রাজ্যের তিনটি বিধানসভা আসনে ভোটগ্রহণ করা হয়েছে গত 30 সেপ্টেম্বর ৷ যার ফল প্রকাশিত হবে রবিবার (3 অক্টোবর) ৷ এর মধ্যে ভবানীপুর কেন্দ্রের ভোটগণনা করা হবে লর্ড সিনহা রোডের শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ৷ তাই কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার সকাল আটটা থেকে শুরু হবে ভোট গণনা ৷ সবকিছু ঠিকঠাক থাকলে দুপুর দু’টোর মধ্যেই গণনার কাজ শেষ হয়ে যাবে ৷ ভবানীপুর আসনে মোট 21 রাউন্ড গণনা হবে ৷ পাশাপাশি, জঙ্গিপুর ও সামশেরগঞ্জে যথাক্রমে 26 রাউন্ড এবং 24 রাউন্ড গণনা করা হবে ৷
আরও পড়ুন :Damayanti Sen : মমতার ভাগ্য নির্ধারণের দিনে ভবানীপুরের সুরক্ষায় দময়ন্তী
শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে থাকছে মোট 14টি টেবিল ৷ গণনাকেন্দ্রের ভিতরের নিরাপত্তার দায়িত্বে থাকছে কেন্দ্রীয় বাহিনী ৷ সেখানে রাজ্য়ের পুলিশের তেমন কোনও ভূমিকা থাকছে না ৷ সব মিলিয়ে এই ভোট গণনাকেন্দ্রের জন্য ত্রিস্তরীয় নিরাপত্তাব্যবস্থা তৈরি করা হয়েছে ৷ প্রথম বলয়ে থাকছে স্থানীয় পুলিশ, দ্বিতীয় বলয়ে থাকছে রাজ্য পুলিশ ও একেবারে শেষ ও তৃতীয় বলয়ে থাকছে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ৷ গণনাকেন্দ্রের ভিতরে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর 24 জন জওয়ান ৷ এছাড়া, ভোট গণনাকেন্দ্রের 100 মিটার পর্যন্ত কার্যকর থাকবে 144 ধারা ৷ গণনাকেন্দ্রের আশপাশে কোনও জমায়েত করা যাবে না ৷ একসঙ্গে পাঁচজনের বেশি কাউন্টিং স্টেশনের পাশে দাঁড়াতে পারবেন না ৷