কলকাতা, 30 জুন : নাম ভাঁড়িয়ে কলকাতা পৌরসভার (KMC) কমিশনারের সই জাল করে চাকরির আবেদন করতে গিয়ে ধরা পড়ল প্রতারক ৷ ধরা পড়েছে তার দুই সাগরেদও ৷ অভিযোগ নিজের নাম অরবিন্দ ভুনিয়া বলে জাল নিয়োগপত্র বানিয়ে কনসারভেন্সি ওভারসিজ বিভাগে নথিপত্র জমা দেয় সে ৷ নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় বিভাগের এক আধিকারিকের ৷ তিনি নিউ মার্কেট থানায় অভিযোগ জানান ৷ তদন্তে নেমে এক ব্যক্তিকে গ্রেফতার পুলিশ ৷ পুলিশ জানায়, ধৃতের নাম রাজীব মল্লিক । তার আরও দুই সাগরেদও পুলিশের হাতে ধরা পড়েছে ৷
নিয়োগপত্র দেখে সন্দেহ হওয়ায় কন্সারভেন্সি ওভারসিজ আধিকারিক জয়কিশোর ধনুক গত 26 তারিখ নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন ৷ তিনি জানান, রাজীব মল্লিক নামে এক ব্যক্তি জাল নথি জমা দিয়ে চাকরি হাতানোর চেষ্টা করছে ৷ পাশাপাশি ভুয়ো ওই নিয়োগপত্রে সই ছিল কলকাতা পৌরসভার কমিশনার বিনোদ কুমারের । জানা গিয়েছে, কমিশনারের সইও জাল । মঙ্গলবার রাতে পৌনে বারোটা নাগাদ এসএন ব্যানার্জি রোড থেকে রাজীব মল্লিক নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ ।
রাজীবকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, সে কলকাতা পৌরসভার কমিশনার আইএএস বিনোদ কুমারের সই জাল করে একটি ভুয়ো নিয়োগপত্র বানিয়েছিল ৷ সেই নিয়োগপত্রে নিজের নাম অরবিন্দ ভুনিয়া বলে জানায় অভিযুক্ত । তার আরও দুই সাগরেদের সন্ধান পায় পুলিশ ৷ তাদেরও গতকাল মধ্যরাতেই গ্রেফতার করেছে পুলিশ ৷ তিলজলা এলাকা থেকে জয়দেব সরকার এবং সূর্যসেন স্ট্রিট থেকে সিদ্ধার্থ সাহাকে গ্রেফতার করা হয় ৷ তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়েছে ৷ সিদ্ধার্থ সাহার কাছ থেকে কলকাতা পৌরসভার জাল রাবার স্ট্যাম্প পাওয়া গিয়েছে ৷