কলকাতা, 22 জানুয়ারি: 14 বছরের এক নাবালিকার গোপন ছবি মোবাইলে তুলে সোশ্যাল মিডিয়ায় তা ছড়িয়ে দিয়ে এবং আরও ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার হুমকি (threatning to circulate private video of minor girl in social media) দিয়ে দু'লক্ষ টাকা চাওয়ার অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে । ঘটনার সূত্রপাত কিছুদিন আগে হলেও গোটা ঘটনায় শনিবারই উল্টোডাঙ্গা মহিলা থানায় অভিযোগ হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই উল্টোডাঙ্গার বাসিন্দা 14 বছরের ওই নাবালিকা ফুলবাগানে তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল । অভিযোগ সেই সময়ই আচমকাই ঘরে ঢোকে তিন যুবক এবং তারা গোপনে নাবালিকার ভিডিয়ো বানায় । কিছুদিন আগে ওই নাবালিকা সোশ্যাল মিডিয়ায় নিজের আপত্তিকর ছবি দেখতে পায় । এরপরেই তার কাছে লাগাতার ওই তিন যুবকের ফোন আসতে থাকে ৷ অভিযোগ, দু‘লক্ষ টাকা দাবি করে তারা । সঙ্গে হুমকি দিয়ে বলা হয়, দাবি মতো টাকা না পেলে গোপন ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে ৷ এর পরেই ওই নাবালিকা গোটা বিষয়টি পরিবারের সদস্যদের জানায় ।