কলকাতা, 2 অক্টোবর : চৈত্র-বৈশাখই যাত্রা মঞ্চস্থর আদর্শ সময় । COVID-19-এর জেরে সেই সময়েই বন্ধ হয়ে গেছিল যাত্রা । বড় ধাক্কা খেয়েছিল যাত্রা শিল্প । মার্চ মাস থেকে বন্ধ থাকার পর অবশেষে যাত্রার নতুন সিজ়ন শুরুর আগেই মিলল যাত্রা মঞ্চস্থ করার সরকারি অনুমতি । দীর্ঘদিন পর অনুমতি মেলায় একদিকে যেমন আশার আলো দেখছে চিৎপুরের যাত্রাদলগুলি, আবার অন্যদিকে, কোরোনা আবহে চলা পরিস্থিতিতে কত বায়না মিলবে সেই নিয়েই চিন্তায় যাত্রা দলগুলি । কীভাবেই বা গ্রামগঞ্জের মানুষ তাঁদের অ্যাপ্যায়ন করবেন? আগের মতো কি গ্রামের স্কুলঘরটি তাঁদের ছেড়ে দেবেন? নিজেদের বাসস্থানে যাত্রাদলের মানুষদের থাকার জায়গা দেবেন তো ? এইসব চিন্তাই কুরে কুরে খাচ্ছে তাঁদের ।
কোরোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ হয়ে গেছিল যাত্রা । আনলকের প্রথম পর্যায়ে রথের ব্যস্ততার চিত্রের বদলে চিৎপুর যাত্রাপাড়ায় নজরে এসেছিল শুধুই নিস্তব্ধতা । আসেনি পরবর্তী সিজ়নের জন্য নতুন বায়না । উলটে আগের পাওয়া বায়না বাতিল হয়ে গেছিল । চিৎপুরের এই যাত্রাপাড়ায় প্রায় 40টি যাত্রাদল রয়েছে । দলগুলির সঙ্গে প্রযোজক থেকে শুরু করে, শিল্পী, সাজঘরের লোক-সহ সরাসরি যুক্ত প্রায় দু'হাজার জন মানুষ । প্রত্যেকেরই রুটি-রুজিতে টান পড়েছিল এই সময়ে । অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1 অক্টোবর থেকে যাত্রা চালু করার অনুমতি দেওয়ায় আশার আলো দেখছে চিৎপুর যাত্রাপাড়া ।
রাজলক্ষ্মী অপেরা, শুভলক্ষ্মী অপেরা, নাগমাতা যাত্রাদলের প্রযোজক অশোক দাস বলেন, "1 অক্টোবর থেকে মুখ্যমন্ত্রী যাত্রা করার অনুমতি দিলেন । আমরা তো প্রস্তুত ছিলাম না । হঠাৎ করে এই রকম একটা খবর আসল আমাদের কাছে । আমরা খুবই আশাবাদী । মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে, যাত্রা আবার আগের অবস্থায় ফিরে আসবে । আমরাও সেই আশায় আছি । আমরাও অফিস খুলব । প্রস্তুতি নেব যাতে যত তাড়াতাড়ি সম্ভব আমরা মাঠে বেরোতে পারি । পৌঁছাতে পারি দর্শকদের সামনে । একটা নাটক প্রস্তুত করতে তো সময় লাগে । আজকে বললে তো কালকে মাঠে যেতে পারি না । একটা দলের সঙ্গে শিল্পী, টেকনিশিয়ান, আলো, মিউজ়িক সব মিলিয়ে মোট 40-42 জন থাকেন । তাঁরা তো বিভিন্ন প্রান্তে থাকেন । তাঁদের খবর দেওয়া হবে । তাঁরাও প্রস্তুত হবেন আসার জন্য । আমাদের স্ক্রিপ্ট লেখা হবে, রিহার্সাল হবে, মাঠে বেরোনো হবে । একটু সময় লাগবে । যাত্রা তো কখনও হারিয়ে যাবে না । গ্রামাঞ্চলে বিনোদন বলতে যাত্রাই । যাত্রা তার পুরানো জায়গায় আবার ফিরে আসবে । এই বাধাবিঘ্ন, দুর্যোগ, ভাইরাস সব উপেক্ষা করে যাত্রা আবার তার জায়গায় ফিরে আসবে, আমরা সেই আশা নিয়েই আছি ।"
আশায় বুক বাঁধলেও দুর্গাপুজোর মধ্যে যাত্রা মঞ্চস্থ করার প্রস্তুতিতে অনেক বাধা রয়েছে । সেইসব বাধা অতিক্রম করা বেশিরভাগ দলের পক্ষেই সম্ভব নয় । যাত্রার তিনটি সংগঠন রয়েছে । পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন, পশ্চিমবঙ্গ সংগ্রামী যাত্রা প্রহরী, কলকাতা যাত্রা কর্মী ইউনিয়ন । মালিক শিল্পী ও যাত্রার সঙ্গে যুক্ত কর্মীদের এই তিনটি সংগঠনের মঙ্গলবার ত্রিপাক্ষিক বৈঠক হয় । সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কোনও প্রযোজক যদি পুজোর মধ্যে নাটক মঞ্চস্থ করতে পারে তা করবেন । কিন্তু, জানুয়ারি মাসের আগে যাত্রা প্রস্তুত করা বেশিরভাগের পক্ষেই সম্ভব নয় । তাই বৈঠকে অধিকাংশ মত দিয়েছেন, জানুয়ারি মাসে প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারি মাস থেকে যাত্রা মঞ্চস্থ করা হবে ।
আরও পড়ুন : মুক্তমঞ্চে পারফর্ম করার অনুমতি দিল সরকার, কী বলছে যাত্রাজগৎ ?
সত্যনারায়ণ অপেরার পরিচালক রাম কুণ্ডু বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন যে, 1 অক্টোবর থেকে আমরা যাত্রা করতে পারি । কিন্তু, এই অবস্থায় তো আমাদের সবকিছু গোছানো নেই । কারণ, রথ থেকেই আমাদের শুরুটা হয়, শিল্পী নেওয়া, নাটক নেওয়া, রিহার্সাল রুম নেওয়া, রিহার্সাল দেওয়া । সব কিছু ঠিক থাকলেই যাত্রা মঞ্চস্থ করা যায় । কিন্তু এই মুহূর্তে অনুমতি দিলেও সকলে হয়ত পুজোর মধ্যে নাটক তৈরি করতে পারবে না । তার জন্য আমাদের সময় লাগবে । যাত্রা মঞ্চস্থ করার আগে একটা প্রস্তুতিপর্ব আছে । কেউ 20 দিন, কেউ 25 দিন, 15 দিন নাটকের রিহার্সাল দিয়ে নাটক মঞ্চস্থ করার জন্য প্রস্তুত করে । সেটার জন্য তো সময় পাইনি । পুজোর আর কয়েকদিন বাকি । এই বাকি 15-20 দিনের মধ্যে প্রস্তুত করা খুবই মুসকিল।"
অশোক দাস বলেন, "পুজো থেকেই আমাদের সিজ়নটা শুরু হয় । এবার তো সেটা আমরা আশা করব না । আমরা চেষ্টা করব পুজোর পর যত তাড়াতাড়ি সম্ভব মাঠে বেরোতে । যাত্রা তো সারা বছরই চলে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত । পুজো থেকে শুরু হয় । যাঁরা পুজো উদ্যোক্তা তাঁরাও তো ভাবেননি পুজোটা করতে পারবেন কি না । তাঁরাও পুজোটা করতে পারছেন যখন, সব কিছু যখন খুলবে, তখন এটাও তার সঙ্গে খুলবে । হয়ত একটু দেরিতে হলেও হবে । তবে আমরা আশাবাদী দেরিতে হলেও যাত্রাটা ভালো জায়গায় পৌঁছাবে । প্রস্তুতি নিচ্ছি সেটা এখনই বলা যাবে না । আমরা যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাকশন রেডি করার চেষ্টা করছি।"