পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

KK Theme : বাঙালির শ্রেষ্ঠ উৎসবে 'ফিরছেন' কেকে, দুর্গাপুজোর মণ্ডপে শিল্পীর শেষ লাইভ শো

সুদূর আরবসাগরের পাড়ের শহরটি থেকে কেউ কেউ কেকে'র মৃত্যুর দায় কলকাতার উপর চাপাতে চাইলেও এ শহর তাঁকে ভুলতে চায় না ৷ তার আরও একবার প্রমাণ মিলল ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে জুড়তে চলেছে কৃষ্ণকুমার কুন্নাথের শেষ স্মৃতি ৷

KK Theme
KK Theme

By

Published : Jun 6, 2022, 8:52 PM IST

কলকাতা, 6 জুন :তাঁকে নিয়ে একটা নির্দিষ্ট প্রজন্মের মানুষের আবেগ কোন পর্যায়ে তা গত 6 দিনে দেখে ফেলেছে গোটা দেশ ৷ কেকে'র অকস্মাৎ প্রয়াণে আবেগে বানভাসি শিল্প, সংস্কৃতির পীঠস্থান এই বাংলাও ৷ তার কারণও রয়েছে ৷ দিল্লি জাত মালয়ালি পরিবারের সন্তান বলিউড কাঁপানো সঙ্গীতশিল্পী শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এই বঙ্গভূমে ৷ এই শহর সাক্ষী থেকেছে তাঁর শেষ লাইভ পারফরম্যান্সের ৷ তাই কেকে'র মৃত্যুর প্রায় হপ্তা গড়াতে চললেও এখনও শোকে মুহ্যমান তিলোত্তমা ৷ সুদূর আরবসাগরের পাড়ের শহরটি থেকে কেউ কেউ কেকে'র মৃত্যুর দায় কলকাতার উপর চাপাতে চাইলেও এ শহর তাঁকে ভুলতে চায় না ৷ তার আরও একবার প্রমাণ মিলল ৷ বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে জুড়তে চলেছে কৃষ্ণকুমার কুন্নাথের শেষ স্মৃতি ৷ শহরের একটি নামী পুজো কমিটির এবারের বিষয় ভাবনায় 'কেকে' ৷

উল্টোডাঙ্গার কবিরাজ বাগানের পুজো মণ্ডপ । প্রতিবছরই এই পুজোর উদ্যোক্তারা তাঁদের ভাবনায় তাক লাগিয়ে দেয় ৷ এবার প্রয়াত শিল্পীর কেকে'র শেষ লাইভ শো পুজোর থিমে তুলে ধরবে এই পুজো কমিটি ৷ এই পুজো কমিটির অন্যতম কর্তা কলকাতা পৌরনিগমের 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী ৷ গতবছর কলকাতায় দার্জিলিংয়ের পরিবেশ তৈরি করেছিলেন অমলবাবু । এবার নজরুল মঞ্চে কেকে'র সেই অনুষ্ঠান দেখতে তাঁর নিজেরই যাওয়ার কথা ছিল । শিল্পীর শেষ লাইভ অনুষ্ঠানে যেতে পারেননি বলে আক্ষেপ থেকে গিয়েছে ৷ ফের কোনওদিন সুযোগ যে পাবেন, সেই আশাও শেষ ৷ তাই প্রয়াত শিল্পীকে শ্রদ্ধা জানাতেই নজরুল মঞ্চে কে কে-র লাইভ শো 'ফিরিয়ে' আনবেন দুর্গাপুজোর মণ্ডপে ।

আরও পড়ুন : Kabir Suman on Rupankar And KK : কেকে ইস্যুতে রূপঙ্করের পাশে সুমন, কবিতা দিয়ে চেষ্টা বিবাদ মেটানোর

অমল চক্রবর্তী জানিয়েছেন, পুজোর মণ্ডপ তৈরি হবে নজরুল মঞ্চের আদলে ৷ থাকবে নজরুল মঞ্চে কেকে'র গাওয়া শেষ 20টি গান ৷ প্রয়াত গায়কের পূর্ণাবয়ব মূর্তি তৈরি করবেন শিল্পী মণ্টি পাল ৷ যে গুরুদাস কলেজের অনুষ্ঠানে কেকে এসেছিলেন সেটি 14 নম্বর ওয়ার্ডের মধ্যেই পড়ে ৷ উদ্যোক্তারা চাইছেন ফের প্রয়াত গায়কের শেষ স্মৃতি ফের একবার চাঙ্গা হয়ে উঠুক এই থিমের মাধ্যমে ৷ পুজোর উৎসবের আনন্দের মাঝে ফ্ল্যাশব্যাকে ঝলসে উঠবে 31 মে'র স্মৃতি ৷

আরও পড়ুন : New Song of KK : 'ধুপ পানি বহনে দে', সৃজিতের শেরদিলে গানে গানেই ফিরছেন কেকে

ABOUT THE AUTHOR

...view details