কলকাতা, 24 জানুয়ারি : মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরে ম্যারাথনের উদ্যোগ । সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে আগামী 8 মার্চ রবিবার আন্তর্জাতিক নারী দিবসে সকাল সাড়ে ছ'টায় কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হবে ম্যারাথন ৷
মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নারী দিবসে শহরে ম্যারাথন
'বরুণা পূর্ণা নবরস পারফর্মিং আর্টস' সংস্থা ও 'ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে'র উদ্যোগে এবারের ম্যারাথনের বিষয় 'রান ফর দা কজ় ফর উইমেন সেফটি' ৷ উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষজন ।
শহরে এর আগেও অনেক ম্যারাথন হয়েছে । কিন্তু মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ম্যারাথনের উদ্যোগ সাম্প্রতিক অতীতে নজিরবিহীন । 'বরুণা পূর্ণা নবরস পারফর্মিং আর্টস' সংস্থা ও 'ইস্টার্ন মেট্রোপলিটান ক্লাবে'র উদ্যোগে এবারের ম্যারাথনের বিষয় 'রান ফর দা কজ় ফর উইমেন সেফটি' ৷ উপস্থিত থাকবেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষজন । আজ সংবাদমাধ্যমে এই উদ্যোগের কথা জানান সংস্থার আহ্বায়ক নৃত্যশিল্পী ও সমাজকর্মী পারমিতা চক্রবর্তী । বলেন, "মহিলাদের প্রতি বার্তা এটাই যে আমরা রয়েছি তোমাদের পাশে । ম্যারাথনের দিনে সঙ্গে চাই সমাজের সকলকে । সমাজের সকল স্তরের মহিলাদের নিরাপত্তা এবং সুরক্ষার দাবি নিয়েই তাদের এই ম্যারাথন ।"
বিশিষ্ট নৃত্যশিল্পী অলকানন্দা রায়ের বক্তব্য, আজকের দিনে যেভাবে মহিলাদের ওপরে হিংসা ও নির্যাতনের ঘটনা বাড়ছে তা রুখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে । যদিও ম্যারাথনের আগে আগামী 16 ফেব্রুয়ারি কলকাতায় মহিলাদের নিরাপত্তা নিয়ে এক আলোচনা সভায় অংশ নেবেন সমাজের সর্বস্তরের মানুষ ।