কলকাতা, 5 মে: পাঠকের হাতে পছন্দের বই তুলে দিতে শুরু হল হোম ডেলিভারি। লকডাউনে পছন্দের বই বাড়ি বসে অর্ডার দিলেই পেয়ে যাবেন পাঠক। এবার এমন উদ্যোগই নিল বই প্রকাশক ও বেশ কিছু বইয়ের দোকান। যেহেতু কনটেনমেন্ট জোনের বাইরে থাকা বই বিপনীতেও লকডাউনে মধ্যে পাঠকের পক্ষে আসা কঠিন, সে কথা ভেবেই বাড়িতে বই পৌঁছে দেওয়ার এই পরিকল্পনা।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্যে কনটেনমেন্ট জোনের বাইরে থাকা বইয়ের দোকানগুলি খোলা যাবে। তবে শপিংমলের ভেতরের বইয়ের দোকান বন্ধই থাকবে। এদিকে প্রায় দেড় মাস বন্ধ রয়েছে বইয়ের দোকানগুলি। যার ফলে লকডাউনে বড়সড় আর্থিক ধাক্কার মুখে পড়েছে রাজ্যের বইবাজার। এ অবস্থায় মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছিল কলেজ স্ট্রিট। যদিও মঙ্গলবার সকালে কলেজ স্ট্রিটের কয়েকটি দোকান খোলা হলে পুলিশ এসে দোকানগুলি বন্ধ করে দেয়।
এমনিতে কলেজ স্ট্রিট চত্বরের বেশিরভাগ বইয়ের দোকান কলকাতা পৌরনিগমের 44 নম্বর ওয়ার্ডের অন্তর্গত। বর্তমানে যে ওয়ার্ডটি কনটেনমেন্ট জোনের তালিকাভুক্ত নয়। যদিও এই ওয়ার্ড সংলগ্ন 48 নম্বর ওয়ার্ডটি কনটেমেন্ট জোনের আওতায় পরে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও বইয়ের দোকান খোলা রাখা নিয়ে অস্বস্তি তৈরি হচ্ছে, পাশাপাশি দোকান খোলা থাকলেও গণপরিবহনের অভাবে বইপাড়ায় পাঠকের পক্ষে আসা কঠিন। এ অবস্থায় বইয়ের হোম ডেলিভারিতেই সমাধানের পথ খুঁজছে বই বিক্রেতারা।