কলকাতা, 2 নভেম্বর : গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রেখে বিজেপি ভোটে লড়াই করেছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও তৃণমূল সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ৷ তবে, মানুষ বিচার করবে ভোটের এই হার এবং ব্যবধান জনমানসের প্রকৃত ফলাফল কি না ? বিধানসভার উপনির্বাচনে হার নিয়ে এমনই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য নেতৃত্বের ৷ এদিন দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবা বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে ৷ যেখানে চার কেন্দ্রেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে গেরুয়া শিবির ৷ আর যার মধ্যে 3 কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি প্রার্থীদের ৷
এদিন উপনির্বাচনে হারের পর সাংবাদিক বৈঠকে আসেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ যেখানে শমীক ভট্টাচার্য উপনির্বাচনে হার নিয়ে স্পষ্টতই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ৷ তবে, পরক্ষণেই জণগণের রায়কে বিজেপি অমান্য করবে না বলে মন্তব্য করেন শমীক ৷ তবে, তৃণমূলের এই জয় নিয়ে শমীক বলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রেখে লড়াই করেছি আমরা ৷ কিন্তু, তৃণমূল বিপুল হারে জয় পেয়েছে ৷ সর্বকালীন রেকর্ড গড়েছে জয়ের ক্ষেত্রে ৷ তবে, মানুষ বিচার করবে এই ভোটের হার এবং ব্যবধান জনমানসে প্রকৃত ফলাফল কি ? সেটা গণতন্ত্র প্রিয় মানুষই বিচার করবে ৷ এই ফলাফলকে মানুষের রায় নয় বলে, ভোটারদের অপমানিত করতে চাই না ৷’’