পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

BJP Bye-Election PC : জনমানসের প্রকৃত ফল কি, লজ্জার হারের পর প্রশ্ন বিজেপির - শান্তিপুর বিধানসভা

মানুষ বিচার করবে ভোটের এই হার এবং ব্যবধান জনমানসের প্রকৃত ফলাফল কি না ? রাজ্য বিধানসভার উপনির্বাচনে পরাজয় স্বীকার করেও, ফলাফল নিয়ে প্রশ্ন তুলল বিজেপি রাজ্য নেতৃত্ব ৷

this-not-a-peoples-verdict-state-bjp-reaction-after-by-election-result
‘‘জনমানসের প্রকৃত ফল ?’’ হারের পর প্রশ্ন রাজ্য বিজেপির

By

Published : Nov 2, 2021, 4:46 PM IST

Updated : Nov 2, 2021, 5:26 PM IST

কলকাতা, 2 নভেম্বর : গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রেখে বিজেপি ভোটে লড়াই করেছিল ৷ কিন্তু, তা সত্ত্বেও তৃণমূল সর্বকালীন রেকর্ড ব্যবধানে জয় পেয়েছে ৷ তবে, মানুষ বিচার করবে ভোটের এই হার এবং ব্যবধান জনমানসের প্রকৃত ফলাফল কি না ? বিধানসভার উপনির্বাচনে হার নিয়ে এমনই প্রতিক্রিয়া বিজেপি রাজ্য নেতৃত্বের ৷ এদিন দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবা বিধানসভা উপনির্বাচনের ফলপ্রকাশ হয়েছে ৷ যেখানে চার কেন্দ্রেই ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে গেরুয়া শিবির ৷ আর যার মধ্যে 3 কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে বিজেপি প্রার্থীদের ৷

এদিন উপনির্বাচনে হারের পর সাংবাদিক বৈঠকে আসেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য এবং জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ৷ যেখানে শমীক ভট্টাচার্য উপনির্বাচনে হার নিয়ে স্পষ্টতই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলেছেন ৷ তবে, পরক্ষণেই জণগণের রায়কে বিজেপি অমান্য করবে না বলে মন্তব্য করেন শমীক ৷ তবে, তৃণমূলের এই জয় নিয়ে শমীক বলেন, ‘‘গণতান্ত্রিক পদ্ধতিতে আস্থা রেখে লড়াই করেছি আমরা ৷ কিন্তু, তৃণমূল বিপুল হারে জয় পেয়েছে ৷ সর্বকালীন রেকর্ড গড়েছে জয়ের ক্ষেত্রে ৷ তবে, মানুষ বিচার করবে এই ভোটের হার এবং ব্যবধান জনমানসে প্রকৃত ফলাফল কি ? সেটা গণতন্ত্র প্রিয় মানুষই বিচার করবে ৷ এই ফলাফলকে মানুষের রায় নয় বলে, ভোটারদের অপমানিত করতে চাই না ৷’’

আরও পড়ুন : Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

তবে, এই নির্বাচনে বিজেপির এজেন্ট থেকে শুরু করে, প্রার্থী এমনকি শীর্ষ নেতৃত্বকেও বিধানসভা কেন্দ্রগুলিতে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শমীক ভট্টাচার্য ৷ তিনি অভিযোগ করেছেন, দিনহাটার নির্বাচন পুরোটাই সন্ত্রাসের আবহে করেছে তৃণমূল ৷ আর খড়দা কেন্দ্রে সংবাদমাধ্যমের নজর থাকায় তৃণমূল নিজেদের 1 লক্ষের মধ্যেই আটকে রেখেছে বলে কটাক্ষ করে বিজেপি ৷

আরও পড়ুন : Dinhata Bypoll : দিনহাটায় দেড় লক্ষাধিক ভোটে জিতলেন তৃণমূলের উদয়ন

Last Updated : Nov 2, 2021, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details