পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

আজ শহিদ মিনারে প্রকাশ 'আর নয় অন্যায়' থিম সং

শহিদ মিনারে আজ রাজ্য BJP-র আর নয় অন্যায় কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করবেন অমিত শাহ ৷ উদ্বোধন হবে 'আর নয় অন্যায়'-এর থিম সংও ৷

Aar Noy Annay
ছবি

By

Published : Mar 1, 2020, 12:02 PM IST

কলকাতা, 1 মার্চ : প্রায় 11 টা নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন অমিত শাহ ৷ দুপুর 2.30 নাগাদ ধর্মতলায় শহিদ মিনার ময়দানে দলীয় কর্মসূচিতে আসবেন তিনি ৷ রাজ্যজুড়ে মহিলাদের উপর বাড়তে থাকা অত্যাচারের বিরুদ্ধে 'আর নয় অন্যায়' কর্মসূচির আয়োজন করেছে রাজ্য BJP ৷ আজ 'আর নয় অন্যায়' কর্মসূচির থিম সংয়ের উদ্বোধন করবেন অমিত শাহ ৷

রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে দিনকয়েক আগেই এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলেন বঙ্গ BJP সভাপতি দিলীপ ঘোষ ৷ বলেছিলেন, "সরকারের এই অরাজকতা ও অবিচারের প্রতিবাদে একটি প্রতীকী চার্জশিট প্রকাশ করা হবে ৷ BJP কর্মীরা ক্ষোভপাত্রও বিলি করবে ৷ সাধারণ মানুষ সেখানে সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ জানাতে পারবে ৷"

প্রশান্ত কিশোরের তৃণমূলে যোগদান নিয়েও জল্পনা শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলে ৷ তবে এই প্রসঙ্গে শহিদ মিনার ময়দানে জয়প্রকাশ মজুমদারের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ ৷ বলেন, "যিনি বাংলা বুঝতেও পারেন না, শুনতেও পারেন না ৷ তিনি আর কী প্রভাব ফেলবেন ?"

শহিদ মিনারের সভা শেষে আজ বিকেলে রাজ্যের BJP নেতৃত্বের সঙ্গে বৈঠক সারবেন BJP-র চাণক্য অমিত শাহ ৷ বৈঠকে NRC ইশুতে বঙ্গ BJP-র আগামী দিনের ভবিষ্যৎ কী হবে তা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ ৷ রাজ্য কমিটির সদস্য, জেলা সভাপতি, সাংসদ, বিধায়কসহ অন্যান্য রাজ্যস্তরের শীর্ষনেতারা ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে ৷

ABOUT THE AUTHOR

...view details