পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রিজেন্ট পার্কে আইনজীবীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার 1, উদ্ধার গয়না - রিজেন্ট পার্কে আইনজীবীর বাড়িতে চুরি

রিজেন্ট পার্ক থানা এলাকায় এক আইনজীবীর বাড়িতে চুরির কিনারা করল পুলিশ। উদ্ধার হয়েছে চুরি হয়ে যাওয়া গয়না । বেহালা থেকে গ্রেপ্তার করা হয় রাজু হালদার(24) নামে এক অভিযুক্তকে ।

Theft at the lawyer's house
আইনজীবীর বাড়িতে চুরির কিনারা করল পুলিশ

By

Published : Feb 29, 2020, 6:53 PM IST

কলকাতা, 29 ফেব্রুয়ারি : রিজেন্ট পার্ক থানা এলাকার চুরির কিনারা করল পুলিশ । উদ্ধার হয়েছে চুরি হয়ে যাওয়া গয়না । গ্রেপ্তার করা হয়েছে এক অভিযুক্তকে।

12 ফেব্রুয়ারি দুপুরে আইনজীবী অশোক মজুমদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে । সেদিন দুপুরে অশোকবাবুর বাড়ির লোকজন বেরিয়েছিলেন । অল্প সময়ের মধ্যে বাড়ির লোকজন ফিরে এসে দেখেন, বাড়ি থেকে দামি গয়না চুরি হয়ে গেছে । প্রায় দু'লাখ টাকার সোনার গয়না চুরি হয়েছে বলে রিজেন্ট পার্ক থানায় অভিযোগ দায়ের করেন অশোকবাবু । মামলার তদন্তে নামে পুলিশ । খতিয়ে দেখা হয় CCTV ফুটেজ । সেই ফুটেজে কাউকে চিহ্নিত করা যায়নি । রিজেন্ট পার্ক থানাকে এই তদন্তে সহযোগিতা করে লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

অশোকবাবুর বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেন তদন্তকারী অফিসারেরা । তাঁর বাড়ির পাশেই আছে একটি জলের দোকান । সেই দোকানের মালিক সন্দেহজনক দু'জনের কথা জানান পুলিশকে । জানান, কম বয়সি দুই যুবক সন্দেহজনকভাবে ওইদিন দুপুরে কথা বলছিল অশোকবাবুর বাড়ির পাশে । তাদের বিবরণ শুনেই তদন্তে অগ্রগতি শুরু করে পুলিশ । আর তাতেই পর্দা ফাঁস হল সেই চুরির ঘটনার । বেহালা থেকে গ্রেপ্তার করা হয় রাজু হালদারকে (24) । তার কাছে উদ্ধার হয়েছে চুরির বেশ কিছু গয়না । তার সঙ্গীর খোঁজ চলছে ।

ABOUT THE AUTHOR

...view details