পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

WBMSC : মাদ্রাসার চার হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের প্রস্তাব

দ্রুত শিক্ষক-শিক্ষিকা নিয়োগের কথা জানাল মাদ্রাসা কমিশন (The West Bengal Madrasah Service Commission) ৷ 614টি মাদ্রাসার মোট 3 হাজার 800টি শূন্য পদে নিয়োগের কথা ভাবছে কমিশন ৷ এনিয়ে রাজ্য সরকারকে ইতিমধ্যেই চিঠিও পাঠিয়েছে সংশ্লিষ্ট দফতর ৷

মাদ্রাসার চার হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের প্রস্তাব
মাদ্রাসার চার হাজার শূন্য পদে দ্রুত নিয়োগের প্রস্তাব

By

Published : Aug 5, 2021, 10:00 PM IST

কলকাতা, 5 অগস্ট : এবার রাজ্যের মাদ্রাসাগুলির শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন (The West Bengal Madrasah Service Commission) । সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতর মাদ্রাসাগুলির শূন্যপদে 3 হাজার 800 জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রস্তাব করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে ।

রাজ্যে মোট 614টি মাদ্রাসা রয়েছে । 2014 সাল থেকে এই সবক'টি মাদ্রাসাতেই থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া । এই ক'বছরে বহু শিক্ষক অবসর গ্রহণ করেছেন । বদলিও হয়েছে ৷ তাই বেড়েছে শূন্যপদ । এর জেরে বারবারই নিয়োগ শুরু করার প্রস্তাব উঠেছে । তাই মনে করা হচ্ছে, অনুমতি মিললে 614টি মাদ্রাসার প্রত্যেকটিতেই নিয়োগ করা হবে ।

সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী মহম্মদ গোলাম রব্বানি জানিয়েছেন, প্রথম দফায় 287 জন প্রধান শিক্ষক, 109 জন কর্মশিক্ষক ও 81 জন শারীরশিক্ষার শিক্ষক নিয়োগ করা হবে । ইতিমধ্যে কমিশন সবক'টি মাদ্রাসায় মোট কতগুলি শূন্যপদ সৃষ্টি হয়েছে তার তালিকা চেয়ে পাঠিয়েছিল । স্কুলগুলোর পাঠানো তালিকা থেকে দেখা যাচ্ছে মোট 3 হাজার 800টি পদ শূন্য রয়েছে ।

আরও পড়ুন : WBJEE 2021 : আগামিকাল জয়েন্টের ফল, জেনে নিন কোথায় জানবেন রেজাল্ট

ABOUT THE AUTHOR

...view details