কলকাতা, 5 অগস্ট : এবার রাজ্যের মাদ্রাসাগুলির শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রক্রিয়া শুরু করবে মাদ্রাসা সার্ভিস কমিশন (The West Bengal Madrasah Service Commission) । সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দফতর মাদ্রাসাগুলির শূন্যপদে 3 হাজার 800 জন শিক্ষক-শিক্ষিকা নিয়োগের প্রস্তাব করে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে ।
রাজ্যে মোট 614টি মাদ্রাসা রয়েছে । 2014 সাল থেকে এই সবক'টি মাদ্রাসাতেই থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া । এই ক'বছরে বহু শিক্ষক অবসর গ্রহণ করেছেন । বদলিও হয়েছে ৷ তাই বেড়েছে শূন্যপদ । এর জেরে বারবারই নিয়োগ শুরু করার প্রস্তাব উঠেছে । তাই মনে করা হচ্ছে, অনুমতি মিললে 614টি মাদ্রাসার প্রত্যেকটিতেই নিয়োগ করা হবে ।