কলকাতা, মে 1 : করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে খাস কলকাতায় । সেই সঙ্গে উঠে আসছে একের পর এক মৃত্যু পরবর্তী করুণ এবং মর্মান্তিক সব ছবি ৷ যা একেবারেই খাপ খায় না বাঙালির ভালবাসার শহর কলকাতার সঙ্গে । তেমনি দুই করুণ কাহিনীর কথা উঠে এল কলকাতার শনিবারের সকালে ।
এদিন রিজেন্ট পার্ক থানার অন্তর্গত পূর্ব পুঁটিয়ারিতে মানসিক অবসাদ থেকে আত্মহত্যা করলেন 81 বছরের এক বৃদ্ধ । শনিবার সকালে তাঁর শোয়ার ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে লোকাল থানার পুলিশ । মৃতের আত্মীয়রা জানাচ্ছেন যে, গত 29 এপ্রিল তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে এবং এর পরেই আতঙ্কিত এবং অবসাদে ভুগতে থাকেন তিনি ৷ পুলিশের ধারণা, সম্ভবত সেই অবসাদ থেকে বেঁচে থাকার ইচ্ছে চলে যায় বৃদ্ধের এবং অবশেষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।
অপর মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গড়িয়াহাট থানার অন্তর্গত ফার্ন রোডে । করোনাতে মৃত 49 বছর বয়সী সন্ধ্যা মাহাতোর দেহ ঘণ্টার পর ঘন্টা পরে থাকে তাঁর ফ্ল্যাটে । প্রতিবেশীরা অনেকক্ষণ কোনও সাড়া শব্দ না পেয়ে খবর দেন লোকাল থানায় । খবর পাওয়ার বেশ কিছুক্ষণ পরে ঘটনাস্থলে যায় পুলিশ ৷ মৃত্যুর প্রায় 6 ঘণ্টা পরে ফ্ল্যাটের দরজা ভেঙে সন্ধ্যাদেবীর দেহ উদ্ধার করা হয় । ঘটনার পর এলাকায় চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে।