কলকাতা, 19 জানুয়ারি : কয়েকদিন ধরে জাঁকিয়ে শীত পড়েছিল রাজ্যে ৷ তবে এবার ফের বিরতি ৷ আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামীকাল থেকে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে । রাত ও দিনের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরমের অনুভূতি বাড়বে ।
এদিকে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা কুয়াশাচ্ছন্ন ছিল । উত্তরবঙ্গের জেলাগুলিতেও ছিল কুয়াশার দাপট । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে । কুয়াশার প্রভাব বাড়ার সঙ্গে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী রয়েছে । আগামী দু'দিনে তাপমাত্রা প্রায় 3 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে । উত্তরবঙ্গের আজ ও আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার ও কালিম্পঙে বৃষ্টি হতে পারে ৷ ফলে দৃশ্যমানতা অনেকটাই কমে যাবে । দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশা পড়বে । কমবে দৃশ্যমানতা ।