পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / city

রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, এক ধাক্কায় পারদ নামল 12 ডিগ্রিতে - পাঞ্জাব

ফের জাঁকিয়ে শীত পড়ল কলকাতা-সহ গোটা রাজ্যে ৷ কাল সাধারণতন্ত্র দিবসেও জাঁকিয়ে ঠান্ডা থাকবে ৷ সোমবার একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে জম্মু-কাশ্মীর উপত্যাকায় ।

winter weather
রাজ্যে জাঁকিয়ে শীত

By

Published : Jan 25, 2020, 10:52 AM IST

কলকাতা, 25 জানুয়ারি : রাজ্যজুড়ে ফের জাঁকিয়ে শীত ৷ আজ সকালে কলকাতায় তাপমাত্রার পারদ এক ধাক্কায় তিন ডিগ্রি নামল । কাল সাধারণতন্ত্র দিবসেও জাঁকিয়ে ঠান্ডা থাকবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী তিনদিন ধরে জাঁকিয়ে ঠান্ডা থাকবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা জুড়ে । উত্তরবঙ্গের দার্জিলিং জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে রবিবার ।

আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা 12 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গত 24 ঘন্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম । গতকাল কলকাতায় বৃষ্টিপাত না হলেও বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 93% ও সর্বনিম্ন 35%।

শীত থাকলেও সোমবার থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর । পশ্চিমী ঝঞ্ঝার দাপটে ফের বাড়তে পারে তাপমাত্রার পারদ । সোমবার আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে জম্মু- কাশ্মীর উপত্যকায় ৷ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে, বিশেষ করে দক্ষিণ বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 27 শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত অর্থ্যাৎ এই তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । বুধ ও বৃহস্পতিবার সরস্বতী পুজো, সেইদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার জম্মু-কাশ্মীরে যেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে তার ফলেই আবহাওয়া পরিবর্তন ঘটতে চলেছে । মঙ্গলবার থেকে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ব্যাপক তুষারপাতের সম্ভাবনা রয়েছে । দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ ও বিহারে 28 এবং 29 তারিখ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

ABOUT THE AUTHOR

...view details