কলকাতা, 9 ফেব্রুয়ারি : কলকাতাসহ দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রার পারদ কমতে চলেছে । পশ্চিমী ঝঞ্ঝার দাপটে হওয়া বৃষ্টি কমে গেছে । আজ ঝলমলে আকাশ । আজ কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় ফের তাপমাত্রার পারদ দুই থেকে তিন ডিগ্রি কমবে ।
ফের কমতে চলেছে তাপমাত্রা - কমতে চলেছে তাপমাত্রার পারদ
কলকাতা সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ ফের কমতে চলেছে । আগামী 48 ঘণ্টায় তাপমাত্রা প্রায় দুই থেকে তিন ডিগ্রি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা চার ডিগ্রি কমার সম্ভাবনা ।
গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি কম । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার পারদ কমে 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সকালে কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা কুয়াশার রেশ থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী 48 ঘন্টা রাজ্যের কোনও জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই।
পশ্চিমে জেলাগুলোতে তাপমাত্রা পারদ আরও বেশ কিছুটা কমবে । 4 ডিগ্রি তাপমাত্রা কমে প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । আগামী তিন চারদিন রাজ্যজুড়ে শীতের আমেজ থাকবে । রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে তবে দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা নেই । ওড়িশাতে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এর ফলে মঙ্গলবার পর্যন্ত রাজ্য শীতের আমেজ থাকবে।