কলকাতা, 18 নভেম্বর : উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । সোমবার তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে । কয়েকদিন পরে তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে । হৃদরোগে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে গতকাল নিয়ে আসা হয়েছিল SSKM হাসপাতালে । হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ICU-তে তাঁর চিকিৎসা চলছে । সোমবার সকালে তাঁর হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয় ।
বসানো হল স্টেন্ট, রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল - stent is set in the heart of minister Rabindranath Ghosh
উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল । সোমবার SSKM হাসপাতালে অস্ত্রোপচারের মধ্যে দিয়ে হৃদয়ে একটি স্টেন্ট বসানো হয়েছে । সব ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই তাঁকে ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট ডাক্তার রঘুনাথ মিশ্র ।
![বসানো হল স্টেন্ট, রবীন্দ্রনাথ ঘোষের শারীরিক অবস্থা স্থিতিশীল](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5101194-thumbnail-3x2-rabindranath.jpg)
ডাক্তার সরোজ মণ্ডলের অধীনে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীকে ভরতি করানো হয়েছে । মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে ডাক্তার সরোজ মণ্ডল বলেন, "ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল । বর্তমানে অবস্থা স্থিতিশীল বলা যায় । দীর্ঘদিনের ডায়াবেটিস রয়েছে । হার্টের একটি আর্টারি ব্লক ছিল । হার্টে 60-70 শতাংশ রক্ত সাপ্লাই এই আর্টারির মাধ্যমে হয় । স্টেন্ট বসানো হয়েছে । এখন ঠিক আছেন ।" তিনি আরও বলেন, "আশা করছি, হাসপাতাল থেকে ছুটি দিতে এখনও 5-7 দিন সময় লাগবে।"
মন্ত্রীর শারীরিক অবস্থার বিষয়ে সোমবার SSKM হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) রঘুনাথ মিশ্র বলেন, "মেন আর্টারিতে ব্লক ছিল । স্টেন্ট বসিয়ে তা খুলে দেওয়া হয়েছে । সাকসেসফুল হয়েছে ।" তিনি আরও বলেন, "ওনাকে কয়েকদিন হাসপাতালে রাখা হবে । তার পরে স্বাভাবিক জীবন-যাপন করতে পারবেন ।" 20 বছর ধরে রবীন্দ্রনাথ ঘোষের ডায়াবেটিস রয়েছে । নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস । পাশাপাশি রঘুনাথবাবু জানিয়েছেন, ডায়াবেটিস থাকলে তার জন্য অন্যান্য সমস্যা দেখা দিতে পারে । ডায়াবেটিসের জন্য কিডনির সমস্যাও দেখা দিয়েছিল । ডায়াবেটিস নিয়ন্ত্রণের পাশাপাশি কিডনিকে রক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হবে ।
TAGGED:
Ravindra Nath Ghosh SSKM