কলকাতা, 8 এপ্রিল : রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছেন অনেকে । মৃত্যুও হয়েছে কয়েকজনের । অনেকেই আবার সুস্থ হয়ে বাড়িও ফিরে গিয়েছেন । কিন্তু, রাজ্য সরকার আসল তথ্য লুকোচ্ছে বলে অভিযোগ । মুখ্যমন্ত্রীও আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, এতে মানুষ বিভ্রান্ত হচ্ছে । এই পরিস্থিতিতে হাইকোর্টকে এগিয়ে আসার দাবি জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরি ।
কোরোনা সংক্রান্ত তথ্য লুকোচ্ছে রাজ্য , হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবীর - Corona information
রাজ্য সরকার কোরোনা সংক্রান্ত তথ্য লুকোচ্ছে । এই অভিযোগে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন এক আইনজীবী ।
![কোরোনা সংক্রান্ত তথ্য লুকোচ্ছে রাজ্য , হাইকোর্টে জনস্বার্থ মামলা আইনজীবীর High Court](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6712614-403-6712614-1586348409582.jpg)
তাঁর বক্তব্য, রাজ্য সরকার কোরোনা সংক্রান্ত তথ্য লুকোচ্ছে । এছাড়াও রাজ্যের বস্তি এলাকাগুলিতে পর্যাপ্ত মাস্কের ব্যবস্থা নেই ।যথাযথ ত্রাণের ব্যবস্থাও নেই । সেই ব্যাপারে রাজ্য কী করছে ? তাঁর প্রশ্ন, কোরোনায় আক্রান্তের মৃতদেহ সৎকারের সময় পুলিশ নামাতে হচ্ছে কেন? সুষ্ঠু ব্যবস্থা রাজ্য করতে পারছে না কেন? কোরোনায় আক্রান্ত ব্যক্তির মৃতদেহ সৎকারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে সে সব কেন মানা হচ্ছে না?
ওই আইনজীবীর দাবি, এই সব বিষয়ে রাজ্য সরকার হাইকোর্টে রিপোর্ট দিয়ে জানাক যে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই সব দাবিতে আজ হাইকোর্টের প্রধান বিচারপতি টি বি এন রাধাকৃষ্ণান ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করেন তিনি । চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা রয়েছে।