কলকাতা, 11 সেপ্টেম্বর: প্রায় 9 ঘণ্টা কেটে গিয়েছে ৷ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি গার্ডেনরিচের ফুড কর্পোরেশনের গোডাউনের আগুন। সকাল থেকে দুপুর গড়িয়ে রাত। তাও টুকরো টুকরো করে আগুন জ্বলছে। ফলে এই পকেট ফায়ারকে নিয়ে চিন্তায় দমকলবাহিনী। রাত হয়ে যাওয়াতে আগুন নিয়ন্ত্রণে আনার কাজে একাধিক সমস্যা হচ্ছে দমকলের। আগুনের উৎসস্থলে যাওয়ার চেষ্টা করছেন দমকলকর্মীরা। মোট ২৫টি ইঞ্জিন কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য গুদামের দেওয়ালের একাংশ ভেঙে ফেলা হয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রের খবর, এদিন সকাল 10টা নাগাদ গার্ডেনরিচের তারাতলা রোড এর একটি এফসিআই-এর গোডাউনে আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা গোডাউনের ভিতর। এলাকার বাসিন্দারা প্রথমদিকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তাঁরা খবর দেন দমকলে। কিন্তু গার্ডেনরিচ বরাবর গঙ্গার দমকা হাওয়ায় ফলে আগুন মুহূর্তের মধ্যেই গ্রাস করেছে গোটা গুদাম ঘরকে। ওই গুদামের আশেপাশে একাধিক গাড়ি রাখা ছিল। আগুনের হাত থেকে গাড়ি গুলিকে বাঁচাতে কোনও প্রকারে জেসিবি দিয়ে অন্যত্র সরিয়ে ফেলা হয়। গুদামের মধ্যে দাহ্যবস্তু মজুত থাকায় কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। তবে এখনও আগুন প্রায় নিয়ন্ত্রণেই চলে এসেছে বলে দমকল সূত্রের খবর।