কলকাতা, 13 জুন : কলকাতা সহ রাজ্যজুড়ে ভয়াবহভাবে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যে 10 হাজারের গণ্ডি ছাড়িয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুর সংখ্যাও । আর এর সঙ্গেই শহর কলকাতায় পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও । বর্তমানে রাজ্যজুড়ে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1806 । এর মধ্যে শুধুমাত্র কলকাতাতেই এই সংখ্যা 1009 । অর্থাৎ রাজ্যের মোট কনটেইনমেন্ট জ়োনের সংখ্যার প্রায় 60 শতাংশ কলকাতায়। এই পরিসংখ্যানই শহরের সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি করছে আতঙ্ক ।
লকডাউন শিথিল হওয়ার পরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণের সংখ্যা । যার ফলে মাত্র 10 দিনের ব্যবধানে গোটা রাজ্যে প্রায় দ্বিগুণের বেশি হয়েছে কনটেইনমেন্ট জ়োনের সংখ্যাও ৷ কলকাতায় যা বেড়ে হল 3 গুণ । রাজ্যে কনটেইনমেন্ট জ়োনের মোট সংখ্যা ছিল 844 । এখন তা বেড়ে দাঁড়িয়েছে 1806 এ । কলকাতায় কনটেইমেন্ট জ়োনের সংখ্যা ছিল 351 । বর্তমানে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1009 এ ।