কলকাতা, 20 ডিসেম্বর :হাত বাড়ালেই বন্ধু । থুড়ি, মোবাইলে বোতাম টিপলেই আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে বন্ধু । এ বন্ধু বড় কাছের । এ বন্ধু বিপদের সাথী । এই “বন্ধু" কলকাতা পুলিশের নতুন অ্যাপ । আজ নতুন রূপে তার উদ্বোধন করলেন কলকাতার নগরপাল অনুজ শর্মা । কলকাতা শহরের নারী সুরক্ষায় এই অ্যাপ ভীষণভাবে কার্যকরী হবে বলে বিশ্বাস পুলিশের ।
রাস্তাঘাটে শারীরিক নির্যাতন কিংবা ইভটিজিংয়ের শিকার হতে হয় মহিলাদের । অনেক সময় অসহায়ের মত সহ্য করতে হয় সেসব । আবার অনেক সময় শিকার হতে হয় নানা ধরনের হেনস্থার । পথে-ঘাটে ট্রামে বাসে অবাঞ্ছিত স্পর্শ বা অশালীন উৎপাতের লক্ষ্য হতে হয় মহিলাদের। আর সেদিকে নজর রেখেই দিন কয়েক আগে কলকাতা পুলিশ তেজস্বিনীর ট্রেনিং দেয় । লক্ষ্যটা পরিষ্কার । অসহায়ের মতো সহ্য করা নয় । নারীশক্তি শিখুক আত্মরক্ষার কৌশল । পাশাপাশি নারী সুরক্ষায় কলকাতা পুলিশ চাইছে আরও জোরদার পদক্ষেপ ।
যেকোনও মুহূর্তে মহিলাদের বিপদে পাশে দাঁড়াতে চাইছে কলকাতা পুলিশ। আর তাই বন্ধু অ্যাপকে এমনভাবে বানানো হয়েছে, যাতে বিপদগ্রস্ত নারীর আঙুলের স্পর্শেই সে খবর পৌঁছে যাবে কলকাতা পুলিশের কন্ট্রোল রুমে ।
এ প্রসঙ্গে কলকাতার নগরপাল অনুজ শর্মা বলেন, “আমি চাই শহরের সব নাগরিক এই অ্যাপ ডাউনলোড করে নিন । মহিলাদের ক্ষেত্রে এই অ্যাপ GPS ট্র্যাক করতে পারবে । বিপদগ্রস্ত মহিলা নির্দিষ্ট জায়গায় ক্লিক করলেই মেসেজ চলে যাবে পুলিশের কাছে । সঙ্গে সঙ্গে পুলিশ তার অবস্থান জেনে নিতে পারবে । দ্রুত পৌঁছে যাবে ঘটনাস্থলে ।" এই আপে শুধু মহিলাদের সুরক্ষায় নয়, আছে আরো অনেক কিছু । ট্র্যাফিকের হাল-হকিকত এর তথ্য তুলে দেবে এই অ্যাপ । এখন দেখা যাচ্ছে শহরে পরিচারক-পরিচারিকারা অনেকেই যুক্ত থাকছেন চুরি কিংবা ডাকাতির সঙ্গে । নতুন পরিচালক কিংবা পরিচারিকা বাড়িতে এলে তার যাবতীয় তথ্য এই অ্যাপে দেওয়া যাবে । ফলে তেমন ঘটনায় সহজেই তাকে খুঁজে পাবে পুলিশ । পাশাপাশি থাকছে আরও অনেক কিছু ।