কলকাতা, 8 এপ্রিল: ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে খবরটা । বলা হচ্ছে, বিভিন্ন অন শপ কিংবা অফ শপ কাউন্টার থেকে মদের হোম ডেলিভারি করা হবে। কিন্তু কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হল, তেমন কোনও নির্দেশ আসেনি । ওই মেসেজটি ভুয়ো । মেসেজটি কে বা কারা ছড়াল তা খতিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত ।
সত্যি কি মদের হোম ডেলিভারি কলকাতায় ? - Lockdown
18:18 April 08
বেশ কিছুদিন ধরেই সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ করা হয়েছিল রাজ্য সরকার লকডাউনের সময়ে মদের হোম ডেলিভারির অনুমতি দেবে । লকডাউনের নিয়ম অনুযায়ী বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত মদের দোকান । কিন্তু ঘুরপথে মদের হোম ডেলিভারি চালু করার অনুমতি দিতে পারে রাজ্য । এমনই কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছুদিন ধরে ।
শোনা যাচ্ছিল স্থানীয় থানা থেকে হোম ডেলিভারির বিশেষ পাস ইশু করা হবে । মদের দোকানগুলির মালিকদের সংশ্লিষ্ট থানা থেকে ওই পাস জোগাড় করতে হবে । প্রতিটি দোকানের জন্য তিনটি করে ডেলিভারি পাস ইশু করা হবে বলেও জানা গেছিল ।
এমনও শোনা গেছিল বেলা 11 টা থেকে দুপুর 2 টা পর্যন্ত হোম ডেলিভারির অর্ডার দেওয়া যাবে । সেই অর্ডার দুপুর 2 টো থেকে বিকেল 5টার মধ্যে ক্রেতার কাছে পৌঁছে যাবে বলেও প্রকাশ করা হয়েছিল সংবাদমাধ্যমের একাংশ । কিন্তু এবার সেই সব জল্পনায় জল ঢেলে দিল কলকাতা পুলিশ । পুলিশের তরফে সাফ জানিয়ে দেওয়া হল এমন কোনও নির্দেশ আসেনি তাঁদের কাছে ।